উদ্ধারের অপেক্ষায় ভারতের সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকরা
Posted: 26 নভেম্বর, 2023
একতা বিদেশ ডেস্ক :
ভারতের উত্তরাখন্ডের উত্তরকাশীর নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের শিগগিরই উদ্ধার সম্ভব হতে পারে। টানা ১২ দিন আটকে থাকা ৪১ শ্রমিককে দ্রুতই উদ্ধার করা যাবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
যুক্তরাষ্ট্রের তৈরি অগার ড্রিলিং মেশিনের কাজে গত ২২ নভেম্বর নতুনভাবে বাধা সৃষ্টি করে ধসের মধ্যে থাকা এক লোহার জাল। ফলে খননের কাজ সাময়িক বন্ধ রাখতে হয়। পরবর্তীতে নতুন করে শুরু হয় খননকাজ।
ধ্বংসস্তূপ খোঁড়ার পাশাপাশি পাতা হচ্ছে কংক্রিটের তৈরি একটা বড় পাইপ। সেই পাইপ আটকে পড়া শ্রমিকদের জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ওই পাইপের মধ্যে ওয়েল্ডিং করে ঢোকানো হবে আরেকটি পাইপ। তার মধ্য দিয়ে শ্রমিকেরা হয় একে একে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসবেন, নতুবা তাঁদের চাকা লাগানো স্ট্রেচারে শুইয়ে দড়ি দিয়ে টেনে বের করা হবে। সেই কাজে তাঁদের সহায়তা করবেন দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) জওয়ানেরা।