সিপিবি কল্যান্দী শাখার কর্মীসভা

Posted: 19 নভেম্বর, 2023

নোয়াখালী জেলার সেনবাগ থানার কল্যান্দী শাখার কর্মীসভা গত ১১ নভেম্বর শাখা সম্পাদক আব্দুল গণি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আবু নাছের, উদীচী নেতা আলাউদ্দীন আলো, রেজাউল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, দেশের মানুষ আজ বহুসংকটে। নিত্যপণ্যের দাম বাড়তেই আছে। রাজনৈতিক সংকট জনজীবনের দুঃবির্ষহ করে তুলেছে। বাম বিকল্প শক্তির সমাবেশ গড়ে তোলা ছাড়া জনগণের মুক্তি অসম্ভব। বিজ্ঞপ্তি