খুলনায় সিপিবি নারী সেলের সভা
Posted: 19 নভেম্বর, 2023
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর নারী সেল ২৪নং ওয়ার্ড শাখার আলোচনা সভা গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ২৪নং নারী সেল শাখার নেত্রী চামিলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সেল খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, সিপিবি মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা দ্বীনমোহাম্মদ, সদর থানা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু প্রমুখ।
আরও উপস্থিত ২৪নং ওয়ার্ড শাখার নারী সেল শাখার নেত্রী শাহিনুর বেগম, নূরজাহান বেগম, হোসনে আরা পারভীন, ঝুমুর বেগম প্রমুখ। সভায় বক্তারা বর্তমান দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি রোধে সরকারের চরম ব্যর্থতা ও নিস্পৃহতায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবক্ষয়ী পুুঁজিবাদী সমাজ পরিবর্তন করে সমাজতন্ত্রের পথ ধরে সাম্যের সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে সকল শ্রেণিপেশার নারীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বিজ্ঞপ্তি