সিপিবি খুলনা মহানগর কমিটির সভা

Posted: 19 নভেম্বর, 2023

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটির সভা গত ১০ নভেম্বর বিকেল দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ ও সাধারণ সম্পাদক এস এ রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা রঙ্গলাল মৃধা, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, এস এম চন্দন, তোফাজ্জেল হোসেন, নীরজ রায়, সাইদুর রহমান বাবু, জাহানারা আক্তারী, রেখা কুণ্ডু প্রমুখ। বিজ্ঞপ্তি