নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবি
Posted: 19 নভেম্বর, 2023
ফরিদপুর সংবাদদাতা :
নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ নভেম্বর ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, জেলা বাসদের সমন্বয়ক মোসায়েদ ঢালী, জেলা কমিউনিস্ট লীগের সম্পাদক আব্দুল কাদের আজাদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা সজল বাড়ৈ।
আরও উপস্থিত ছিলেন সিপিবির আব্দুল মান্নান ফকির, আশরাফুল আলম বাবু, কমিউনিস্ট লীগের শহিদুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, কৃষক নেতা মোকাররম মোল্যা, যুবনেতা শাহাদাত শাওন, টিটন মাতুব্বর প্রমুখ।