কমরেড পরিমল চন্দ্র তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন

Posted: 19 নভেম্বর, 2023

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সূত্রাপুর থানার প্রবীণ নেতা, ৪৫-৪৬নং ওয়ার্ড শাখার সদস্য, আজন্ম বিপ্লবী কমরেড পরিমল চন্দ্র মণ্ডলের স্মরণসভা গত ১০ নভেম্বর বিকেলে গেণ্ডারিয়া কচিকাঁচা বিদ্যানিকেতনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পার্টির সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রয়াত কমরেড পরিমল চন্দ্র মণ্ডলের জীবন ও কর্ম বিষয়ে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড মোসলেহ উদ্দিন, সিপিবি থানা কমিটির নেতা রতন কুমার দাস, সাইফুল ইসলাম সমীর, বিকাশ সাহা, বাম গণতান্ত্রিক জোটের ঢাকা মহানগর সমন্বয়ক তৈমুর খান অপু, সিপিবি নেতা হামিদুর রহমান ইকবাল, পরেশ চন্দ্র মজুমদার, দীপায়ন হোসেন, নরেন চন্দ্র সরকার প্রমুখ। স্মরণ সভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড পরিমল আজীবন সংগ্রাম করেছেন শোষণমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য। তিনি আদর্শবান, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করে সমাজে কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলায় জীবনের শেষ সময় পর্যন্ত ক্রিয়াশীল ছিলেন। দেশের এ সংকটময় মূহুর্তে তার মত আদর্শ রাজনৈতিক কর্মীর খুবই প্রয়োজন। স্মরণ অনুষ্ঠানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী গেণ্ডারিয়া শাখার মহানন্দ বিশ্বাস, কল্পনা আক্তার ও তনিমা নাহার সোমা। সবশেষে সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনের মাধ্যমে সভা শেষ হয়।