ইতিহাস ও গানের সুর বিকৃতির প্রতিবাদ উদীচীর
Posted: 19 নভেম্বর, 2023
একতা প্রতিবেদক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত, বাঙালির লড়াই-সংগ্রামের অনুপ্রেরণাদায়ী গান ‘কারার ওই লৌহ কপাট’-এর সুর বিকৃতি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি প্রকাশিত হয়েছে বলিউডের সিনেমা ‘পিপ্পা’ ট্রেইলর। এ ছবিতে সংযুক্ত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী শিকল ভাঙার গান ‘কারার ঐ লৌহ কপাট’। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাঙালির প্রতিটি মুক্তির সংগ্রাম, ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা যুগিয়েছে, উৎসাহ দিয়েছে এই গানটি। কিন্তু অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ. আর. রহমান গানটির যে সুর এবং সঙ্গীতায়োজন করেছেন তা বিদ্রোহী এই গানটিকে গলা টিপে হত্যার সামিল। তার মতো একজন গুণী সুরকারের কাছে এটি অনভিপ্রেত, প্রত্যাশার বাইরে বলে জানান উদীচী নেতৃবৃন্দ। তারা অবিলম্বে ‘পিপ্পা’ ছবি থেকে এই গান বাদ দেয়ার দাবি জানান।
বিবৃতিতে আরো বলেন, শুধু গানের সুর বিকৃতিই নয়, ‘পিপ্পা’ সিনেমায় বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেও বিকৃত করা হয়েছে। যেসব অনলাইন মাধ্যমে ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়েছে তার সব জায়গাতেই সিনেমাটি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে একজন ভারতীয় সেনার অভিযানের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামকে শুধু ভারত-পাকিস্তানের যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন সিনেমার নির্মাতারা। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদ এবং বাংলাদেশের অভ্যূত্থানের ইতিহাসকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছেন ‘পিপ্পা’ সিনেমার নির্মাতা।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানায় উদীচী।