গণবিরোধী অবৈধ তফসিল বাতিলের দাবিতে অর্ধদিবস হরতাল

Posted: 19 নভেম্বর, 2023

একতা প্রতিবেদক : একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহুত অর্ধদিবস হরতাল কর্মসূচি পালিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে নেতাকর্মীরা হরতালের কর্মসূচি পালন করেন। দেশের সাধারণ জনগণ স্বতস্ফূর্তভাবে এই হরতালে নৈতিক সমর্থন দেন। নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জায়গায় হরতাল সমর্থনে মিছিল চলাকালে পুলিশি বাধা ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা রুখে দিয়ে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজপথে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা। বাম গণতান্ত্রিক জোট ছাড়াও দেশের প্রগতিশীল বিভিন্ন গণসংগঠন হরতালে সমর্থন জানিয়েছেন। চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বিভিন্নস্থানে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। গত ১৬ নভেম্বর সকালে হরতাল কর্মসূচি শুরুর পর বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের মিছিল নগরের নিউমার্কেট, আন্দরকিল্লা ও কোতোয়ালী মোড়ে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সকালে নগরের তিন পুলের মাথায় জড়ো হন বাম জোটের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা চেরাগি পাহাড়, আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী মোড়, নিউমার্কেট, স্টেশন রোডসহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাম জোটের নেতা চট্টগ্রাম জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ। আমরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল-সমাবেশ করেছি। আমাদের নেতাকর্মীরা কোনো যানবাহন চলাচলে বাধা প্রদান করেনি। শুধুমাত্র শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করে আমরা জনগণকে আহ্বান জানিয়েছি, একতরফা যে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এভাবে গণতন্ত্রকে হত্যা করে আরেকটি ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো নির্বাচন আমরা চাই না। ব্রাক্ষণবাড়িয়া: বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল পালনের কর্মসূচির অংশ হিসাবে গত ১৬ নভেম্বর সকাল থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে লাল পতাকার মিছিল ও ল্যাবএইড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি অ্যাড. সৈয়দ মো. জামাল ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, অবিলম্বে গণবিরোধী অবৈধ তফসিল বাতিল করতে হবে। সংসদ ভেঙ্গে দিয়ে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। নেতৃবৃন্দ, ভাত ও ভোটের অধিকারের সংগ্রামকে জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, সরকার এবং সিন্ডিকেট একাকার হয়ে গেছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাগলা ঘোড়াকেও হার মানিয়েছে। দেশের রিজার্ভ সংকট হলেও একশ্রেণির মানুষ আঙ্গুল ফুলে জোড়া বটগাছে পরিণত হয়েছে। গত ১৬ বছরে ১১ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী লীগ লুটপাটের স্বার্থে সংবিধানকে কাটাছেঁড়া করে নিজেদের অনুকূলে নিয়েছে অথচ এই সংবিধানেই সংবিধান পরিবর্তনের কথা বলা আছে। ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত সংবিধানকে এ পর্যন্ত ১৫ বারের বেশি কাটাছেঁড়া করা হয়েছে। ২০১৪ এবং ২০১৮ সালের ভোটবিহীন নির্বাচনে প্রমাণ করে যে, বাংলাদেশে কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই অনতিবিলম্বে সংবিধান পরিবর্তন করে গণমানুষের আকাঙ্খা পূরণের পক্ষে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার জোর দাবি জানাই। খুলনা: অবৈধ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে গত ১৬ নভেম্বর অর্ধদিবস হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার উদ্যোগে গত ১৫ নভেম্বর নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জব্বার সরণি এসে এক সমাবেশে মিলিত হয়। বাম জোটের খুলনা জেলা সম্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক খান, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. এম এম রহুল আমিন, সুতপা বেদজ্ঞ, অ্যাড. চিত্তরঞ্জন গোলদার, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য ডা. সমরেশ রায়, মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠু, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী প্রমুখ। বক্তরা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আবার একটি বিরোধী দলহীন-ভোটার বিহীন একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দিয়েছে। এই অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। বগুড়া: একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনে ১৬ নভেম্বর বগুড়ায় পালিত হয়েছে। সকাল সাতটা থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ সাতমাথা থেকে বড়গোলা, ইয়াকুবিয়া মোড় ও স্টেশন রোডে দফায় দফায় মিছিল করে হরতালের সমর্থনে। বেলা ১১টায় থানা রোডে বাসদ কার্যালয়ের গলির সম্মুখে ডন ফার্মেসির সামনে একটি সমাবেশ করেন হরতালের সমর্থনে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়ার সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সমাবেশ সঞ্চালনা করেন বাসদ বগুড়া জেলা সদস্য সচিব অ্যাড. দিলরুবা নূরী। বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য সন্তোষ পাল, বাসদ নেতা শহিদুল ইসলাম, ছাত্র নেতা ধনঞ্জয় বর্মন, বায়জিদ রহমান প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে একতরফা নির্বাচনী তফসিল থেকে সরে এসে, সরকারের পদত্যাগ করে, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। রংপুর: একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত সারাদেশে অর্ধদিবস হরতাল চলাকালে হরতালের সমর্থনে রংপুর প্রেসক্লাবের সামনে বামজোটের নেতাকর্মীরা সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশ শেষে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ব্যানার ফেস্টুন কেড়ে নেয় এবং অকথ্য ভাষায় গালিগাজ করে। বামজোটের নেতৃবৃন্দ এর প্রতিবাদ জানালে মিছিল থেকে বামজোটের অন্যতম নেতা ও রংপুর জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বামজোটের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয়। গাইবান্ধা: একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে গত ১৬ নভেম্বর সকালে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির নেতৃবৃন্দ। মিছিল শেষে জেলা শহরের ১নং রেল গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদের আহ্বায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন প্রমুখ।