প্যারাডাইস কেবলস্ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি

Posted: 22 জানুয়ারী, 2023

নারায়ণগঞ্জের ফতুল্লা কুতুবআইলে অবস্থিত প্যারাডাইস কেবলস্ লি. কারখানার শ্রমিকরা গত ২০ জানুয়ারি, ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কারখানার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। কারখানাটির মালিকগোষ্ঠী দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা নিয়ে সীমাহীন অনিয়ম করে আসছে। মালিকপক্ষের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারসহ নানাভাবে এই লাভজনক প্রতিষ্ঠানটি ধ্বংস করা এবং শ্রমিকদের পাওনা অর্থ আত্মসাৎ করার অভিযোগ আছে। গত বছর টানা কয়েক সপ্তাহ ঢাকার শ্রম ভবনে লাগাতার অবস্থান আন্দোলনের মধ্য দিয়ে প্রায় বন্ধ হয়ে যাওয়া প্যারাডাইস ক্যাবল কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়। কিন্তু মালিকপক্ষ চুক্তি অনুসারে শ্রমিকদের নিয়মিত বেতন ও বকেয়া পাওনা পরিশোধ না করে নানান টালবাহানা করে যাচ্ছে। ফলে নতুন করে শ্রমিকের মজুরি বকেয়া হয়ে ১৮ মাসের পাওনা জমা হয়েছে বলে ভুক্তভূগি শ্রমিকরা জানান। প্যারাডাইস কেবল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিকনেতা অ্যাড. মন্টু ঘোষ, দুলাল সাহা, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, হযরত আলী, আলীয়া আক্তার, মনিরুজ্জামান, বাদল মোল্লা প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি