বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ৭ম জাতীয় সম্মেলন ৪ ফেব্রুয়ারি

Posted: 22 জানুয়ারী, 2023

দেশের ঐতিহ্যবাহী প্রগতিশীল আইনজীবী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ৭ম জাতীয় সম্মেলন আগামী ৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গত ১৭ সেপ্টেম্বর, ২০২২ অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় ৭ম জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বার কাউন্সিলের বেশ কয়েকবার নির্বাচিত সদস্য অ্যাড. মো. ইয়াহিয়াকে চেয়ারম্যান, অ্যাড. সোহেল আহম্মেদকে আহ্বায়ক, যথাক্রমে অ্যাড. আলী আজম ও অ্যাড. আইনুন্নাহার সিদ্দিকা লিপিকে যুগ্ম আহ্বায়ক এবং অ্যাড. হাসান তারিক চৌধুরীকে সদস্য সচিব করে সংগঠনের ৭ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এরপর সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভা গত ৭ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আসন্ন ৭ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাড. মো. ইয়াহিয়া। সভায় সারা দেশের বিভিন্ন বার শাখা থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন। এ সভায় ৭ম জাতীয় সম্মেলনের তারিখ আগামি ৪ ফেব্রুয়ারি, ২০২৩ শনিবার পুনঃনির্ধারণ করা হয়। এ সভায় সংগঠনের সদস্য নবায়ন ও মেয়াদ উত্তীর্ণ জেলা বার শাখা সমূহের সম্মেলন দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়। এ সভায় সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হবার জন্য একদা বিভক্ত হয়ে যাওয়া একটি অংশ যে প্রস্তাব দিয়েছে সেটিকে নিরীক্ষা করে অগ্রসর করার জন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি