কৃষক সমিতি

Posted: 22 জানুয়ারী, 2023

পিরোজপুর জেলা সম্মেলন কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও-দেশ বাঁচাও এই দাবিতে কৃষক সমিতির জাতীয় সম্মেলনকে সামনে রেখে গত ১৪ জানুয়ারি সকালে পিরোজপুর জেলা সদরে বাংলাদেশ কৃষক সমিতির পিরোজপুর জেলা কমিটির ১৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে উপস্থিত কৃষকদের অংশগ্রহণে একটি মিছিল কৃষকদের দাবির স্বমলিত স্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হামিদ এবং নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ কৃষকনেতা পরিতোষ সমাদ্দার এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সিপিবি পিরোজপুর জেলা কমিটির সভাপতি অ্যাড.দিলীপ কুমার পাইক, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তপন বসু, সিপিবি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. বাহাদুর হোসেন, কৃষক সমিতির জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, সাংগঠনিক সম্পাদক গৌতম তাম্বুলি, সচীন কুমার পর্বত, হুমায়ুন কবীর, মলিন ঢালী প্রমুখ। সম্মেলনে অ্যাড. পরিতোষ সমাদ্দারকে সভাপতি, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্নাকে কার্যকরী সভাপতি, স.ম.লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক ও গৌতম তাম্বুলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে সম্মেলন গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি বিকেল ৪টায় গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্মেলন উপজেলা সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বিপ্লব চাকী। বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সভাপতি অশোক আগরওয়ালা, সাধারণ সম্পাদক আল মামুন মোবারক। সভাপতিত্ব করেন কৃষক নেতা তাজুল ইসলাম। পরে তাজুল ইসলামকে সভাপতি ও রেজাউল করিম রন্জুকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও দাবিতে কেন্দ্রীয় সম্মেলন সফল করতে গত ১৯ জানুয়ারি সুন্দরগঞ্জ উপজেলা কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষক সমিতি গাইবান্ধা জেলা সভাপতি সুভাষ শাহ রায়। বক্তব্য রাখেন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, আব্দুস সামাদ সরকার, অজিত কুমার রায় প্রমুখ। পরবর্তীতে আব্দুস সামাদ সরকারকে সভাপতি ও অজিত কুমার রায়কে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি