বাম গণতান্ত্রিক জোট

Posted: 22 জানুয়ারী, 2023

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে সমাবেশ অযৌক্তিক ভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ১৫ জানুয়ারি ফরিদপুরে জনতা ব্যাংক মোড়ে বাম গণতান্ত্রিক জোট ফরিদপুর জেলা শাখা এক বিক্ষোভ সমাবেশ করে। সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমীন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, কমিউনিস্ট লীগের আব্দুল কাদের আজাদ ও বাসদের সজল বাড়ৈ। আরও উপস্থিত ছিলেন কানাই লাল গাঙ্গুলি, আব্দুল মান্নান ফকির, আশরাফুল আলম বাবু ও আবরাব নাদিম ইতু। বিজ্ঞপ্তি বরিশালে বামজোটের বিক্ষোভ আওয়ামী দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, পাচার করা টাকা উদ্ধার করো, উদ্ধারকৃত টাকা গরীবদের মধ্যে বণ্টনের নীতিমালা ঘোষণা করো, যাদের অনুমোদনে বৃহৎ অযৌক্তিক ঋণ মঞ্জুর হয়েছে তাদের নাম প্রকাশ এবং শাস্তি প্রদান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করার অযৌক্তিক পাঁয়তারা এবং নির্দলীয় তদারকি সরকার এর অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট বরিশালের সমন্বয়ক ও সিপিবি বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ। সঞ্চালনায় ছিলেন আবু জাফর তালুকদার। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে বামজোটের সমাবেশ অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১৫ জানুয়ারি বিকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নব কুমার কর্মকার, সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ সুলতান আহমেদ, বাসদ নেতা টরিক আহমেদ, পলাশ ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি