শোক

Posted: 22 জানুয়ারী, 2023

শ্রমিকনেতা আব্দুল কুদ্দুছের মেয়ে শারমিনের মৃত্যুতে সিপিবি’র শোক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গত ১৯ জানুয়ারি এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সদস্য শ্রমিকনেতা আব্দুল কুদ্দুছের মেয়ে শারমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। রত্না চৌধুরী ষাট এর দশকের তুখোড় ছাত্রনেতা, সুবক্তা ও কলামিস্ট উদীচী বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি প্রয়াত রহিম চৌধুরীর সহধর্মিণী প্রবীণ আবৃত্তি ও নাট্যশিল্পী রত্না চৌধুরী ১৫ জানুয়ারি সকাল ৮ টায় ঢাকায় বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিপিবি বগুড়া জেলা কমিটি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি, উদীচী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক আর নেই পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কৃষকনেতা, বীর মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক আর নেই। গত ১৩ জানুয়ারি সকাল ১০টার দিকে পটিয়ায় তার ছেলের বাসায় তিনি মারা যান। তাজুর মুল্লুকের বয়স হয়েছিল ৮৮। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কেন্দ্রীয় কৃষক সমিতির সভাপতি, ন্যাপ নেতা এবং সবার শেষে মৃত্যুর আগ পর্যন্ত গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ধলঘাট গৈড়লা কে পি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি। এ ছাড়া গণতান্ত্রিক সব আন্দোলন-সংগ্রামে তাঁর সরব উপস্থিতি ছিল। তেল, গ্যাস ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গে যুক্ত থেকে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম জেলা কমিটি, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম দক্ষিণ, ক্ষেতমজুর সমিতি দক্ষিণ জেলা, বোয়ালখালী উপজেলা, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘরের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি