বাম গণতান্ত্রিক জোট

Posted: 21 নভেম্বর, 2021

রংপুরে বাম জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডিজেল-কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি, তেল, চিনি, ডাল, চাল, গ্যাস সিলিন্ডারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ৬ নভেম্বর সকাল ১১.৩০টায় রংপুর নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ করে। বাম জোটের ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবি জেলা সভাপতি বীর মুক্তিযুদ্ধা শাহাদত হোসেন, বাসদ জেলা আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে ডিজেল, কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবি জানান। বিজ্ঞপ্তি সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের পথ সভা বাম গণতান্ত্রিক জোট সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ৪ নভেম্বরে বিকাল ৪টায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাসদ নেতা নব কুমার কর্মকারের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সংগঠক ও সিরাজগঞ্জ সদর উপজেলা কমিটি সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমেদ, বাসদ নেতা পলাশ কুমার ঘোষ। বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আরেক দফা নিত্য পণ্যের দাম বৃদ্ধি হবে। গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানান তারা। বিজ্ঞপ্তি খুলনায় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন ও সমাবেশ জ্বালানি তেল-সিলিন্ডার গ্যাস, নিত্যপণ্য ও টিসিবির পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে গত ৮ নভেম্বর বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোট খুলনা জেলা সমন্বয়ক ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সদস্য আনিসুর রহমান মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, ইউসিএলবি জেলা সম্পাদক ডা. সমরেশ রায়, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা শেখ আব্দুল হান্নান, অ্যাড. প্রীতিষ তরফদার, অ্যাড. নিত্যানন্দ ঢালী, ইউসিএলবি সদস্য মোস্তফা খালিদ খসরু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আব্দুল করিম, ইলিয়াস আকন, শেখ শহিদ, হারুনুর রশীদ, আব্দুর রশীদ, কামাল হোসেন, মিজানুর রহমান, কালাম মাস্টার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সভাপতি কোহিনুর আক্তার কণা, যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, যুবনেতা শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ধীমান বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, গণসংহতি আন্দোলন জেলা নেতা সেলিম বকুল, খালিশপুর থানা সদস্য পুতুল বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক নভোজ্যোতি সরকার, ছাত্র ফেডারেশন মহানগর আহ্বায়ক আল আমিন শেখ, সম্পাদক সাগর চ্যাটার্জী, ক্রিসেন্ট জুট মিল শ্রমিকনেতা মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি