বেকারভাতা চালু, কর্মসংস্থানের দাবিতে যুব বিক্ষোভ-সমাবেশ

Posted: 12 সেপ্টেম্বর, 2021

একতা প্রতিবেদক : অবিলম্বে বেকারভাতা চালুসহ কর্মপ্রত্যাশীদের কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। গত ৪ সেপ্টেম্বর বিকাল ৫টায় পুরনো পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শিশির চক্রবর্তী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি চৌধুরী জোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মেহেদী হাসান নোবেল। যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান সমাবেশ পরিচালনা করেন। সমাবেশে আরও ছিলেন যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজিম, সহ-সভাপতি আলী কাওসার মামুন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সাহা, উদীচী নেতা আরিফ নূর। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বেকার ও করোনাকালীন সময় কর্মহীন বেকার যুবকদের বেকার ভাতা নিশ্চিত করতে হবে। বক্তারা অবিলম্বে চাকরিপ্রত্যাশীদের কর্মসংস্থানের ব্যবস্থা, ঘুষ বাণিজ্য বন্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে আউট সোর্সিং এর নামে বাণিজ্য বন্ধ করে যোগ্যতা বিবেচনায় কাজ নিশ্চিত করার দাবি করেন। তারা সরকারি প্রণোদনার অর্থ লুটপাট ও সিন্ডিকেট বাণিজ্য বন্ধেরও দাবি তোলেন।