চৌধুরী হারুনর রশিদ স্মরণে টিইউসির শোকসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসির) প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ চৌধুরী হারুনর রশিদের ২৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা আয়োজন করে সংগঠনটি। গত ১৯ জুলাই বিকেল ৪ টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসির) উদ্যোগে তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। টিইউসির সহ-সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর যুগ্ম-সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, টিইউসির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, গার্মেন্টস শ্রমিক নেতা ইদ্রিস আলী, নির্মাণ শ্রমিক নেতা আলী হোসেন, ট্যানারি শ্রমিক নেতা শেখ আকরাম হোসেন, হকার্স নেতা সেকেন্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দিপক শীল প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, চৌধুরী হারুনর রশিদ ছিলেন দেশের শ্রমজীবী মেহনতি মানুষ তথা মানবমুক্তি আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক। রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনের বিশাল ক্যানভাসে ছড়ানো ছিল তার কর্মকান্ড। ৫২’র ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে প্রথম গ্রেফতার বরণ করেন। একনাগারে ৪ বছর জেল খেটে ৫৬ সালে মুক্তি পান। মুক্তির ২ বছর পর সামরিক শাসন জারী হলে তার উপর আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আইয়ুব খানের আমলে চৌধুরী হারুন ১৯৫৮ থেকে ১৯৬৯-এ ১২ বছর হুলিয়া নিয়ে আত্মগোপনরত অবস্থায় ৬২ ও ৬৪’র ছাত্র আন্দোলন এবং সামরিক একনায়ক আইয়ুবের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে তাঁর প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে অসামান্য অবদান রাখেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি গোপন অবস্থান পাল্টে পাল্টে নেপথ্যে থেকে ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত করতে পরামর্শ ও প্রণোদনা প্রদান করেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে অসাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভূতপূর্ব সমর নৈপূণ্যের পরিচয় দেন। ঐ কর্মসূচি অনুসারে নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণের মাধ্যমে যে ১৯ হাজার মুক্তিযোদ্ধার গেরিলা বাহিনী গড়ে ওঠে, তিনি ছিলেন তার অপারেশন কমান্ড কাউন্সিলের অন্যতম আহ্বায়ক। তিনি দীর্ঘ পাঁচ দশক রাজনীতি ও শ্রমিক আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..