মাইলস্টোন ট্র্যাজেডি

আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের দাবি

গভীর শোক বামদের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে সিপিবিসহ বামপন্থি দল ও বাম গণতান্ত্রিক জোট। এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এ হৃদয়বিদারক ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। এই মুহূর্তে জাতির সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে আহত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা। বিবৃতিতে নেতৃবৃন্দ, এই দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং এর জন্য যে বা যারা দায়ী এবং যদি কারো কোন উদাসীনতা থাকে তা খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। আহতদের সুচিকিৎসা এবং সঠিক তত্ত্বাবধানের সকল দায়িত্ব সরকারকে গ্রহণ করার দাবিও জানান তারা। কেন একটি জনবহুল লোকালয়ে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং জনগণের নিরাপত্তার বিষয়টি আমলে নেয়া হলো না-সে ই প্রশ্ন তুলেন নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ এই মুহূর্তের জরুরি কর্তব্য হিসাবে আহত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশবাসী ও। দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। বাম গণতান্ত্রিক জোটের শোক বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে গত ২১ জুলাই এক বিবৃতিতে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন। জোটের বিবৃতিতে সই করেন, কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। গভীর শোক প্রকাশ করে বলেছেন, এই ঘটনায় শোক প্রকাশের ভাষা আমাদের জানা নেই। ক্লাস রুমে থাকা শিক্ষার্থীদের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা জাতির জীবনে এক ক্ষত চিহ্ন হয়ে থাকবে। নিহত-আহত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ আহতদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, জনবহুল শহরে বিমান প্রশিক্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন। উদীচীর শোক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনের উপর বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, দেশের ইতিহাসে এধরনের ভয়াবহ বিমান দুর্ঘটনা এটিই প্রথম। শোক বার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিমানটির পাইলটের মৃত্যু হয়েছে। যেসব হতভাগ্য বাবা-মা সন্তান হারিয়েছেন, যেসব শিশু বাবা অথবা মা হারিয়েছে তাদের সবার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ দুর্ঘটনার সঠিক তদন্ত করার দাবি জানাচ্ছে উদীচী। একইসাথে এ দুর্ঘটনায় আহত শতাধিক মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানায় সংগঠনটি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..