‘টিইউসি’ নারায়ণগঞ্জ জেলার সম্মেলন সমাপ্ত

হাফিজ সভাপতি ও ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বগুড়া সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলার শেরপুর উপজেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে। গত ২২ জুন বিকালের দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সিপিবি উপজেলা কমিটির সভাপতি হরি শংকর সাহা সভাপতিত্বে এবং আব্দুল সামাদের পরিচালনায় এই বর্ধিত সভা পরিচালিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন ইসলাম জিন্না, শ্রীকান্ত মাহাতো, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সোহাগ মোল্লা, শাজাহান আলী সাজা, নুরুল ইসলাম, রেজাউল করিম, প্রাণ কুমার সিংহ, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শেখ হাসিনা শাসন আমলে ২৮ লক্ষ কোটি টাকা দেশের বাহিরে পাচার হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের টাকা এখনো পর্যন্ত বিদেশ থেকে ফেরত আনতে পারে নাই। বরং এসরকারের শাসনামলে ২৭ লক্ষ মানুষ গরীব হয়েছে, তাদের মধ্যে ১৮ লক্ষ হচ্ছে নারী। ২৬টি বন্ধ চিনিকল এখন পর্যন্ত চালু করতে পারেনি, ফলে বেকারত্ব মিছিল দীর্ঘ হচ্ছে। এসময় বক্তারা ডিসেম্বরের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..