প্রকাশ্যে মাদকদ্রব্য ব্যবসা বন্ধের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বরিশাল সংবাদদাতা : কেডিসি এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য ব্যবসা বন্ধ করার দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন, সভা-সমাবেশ করে আসছে। সর্বশেষ গত ১ জুন এলাকাবাসী একত্রিত হয়ে বরিশাল জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দেন। পরবর্তীতে, জেলা প্রশাসন থেকে আবেদনকারীদের আশ্বস্ত করা হয় যে, আগামী ২৬ জুনের মধ্যে মাদক ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অথচ, ২৬ জুন পর্যন্ত প্রশাসন কোন দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেনি। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, নিলুফা, শামিম ফরাজি, আসমা, নাজু ফরাজী, সাইদুল, রুবেল, লিটন, এ্যাপেল, মো. মানিক, পারুল, ফরহাদরা প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছে। রেশমী আক্তার স্বাক্ষরিত প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, প্রকাশ্যে মাদক বিক্রির ফলে শান্তিপূর্ণ পরিবেশ এখন অশান্ত হয়ে উঠেছে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নেশায় আসক্ত হয়ে পড়তেছে। জরুরি ভিত্তিতে এসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..