বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর বাতিলের দাবি

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর এনবিআর কর্তৃক আরোপিত ১০% কর অবিলম্বে বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। গত ২৪ জুন বিকালের দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রনেতারা বলেন, গত ১৩ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের পূর্বতন সিদ্ধান্ত বাতিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। গত দুইদিন আগে ২২ জুন এনবিআর কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫% কমিয়ে ১০% কর ধার্য করার সংবাদ জানানো হয় এবং যা আগামী জুলাইয়ের প্রথম দিন থেকে কার্যকর হবে। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে কর বাতিলের দাবি জানিয়ে শিক্ষাকে পণ্যে রুপান্তর করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবেহ সাদিক সন্ধির সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংসদের সহ-সভাপতি মারিয়াম বিনতে হাসান ফারিন, সাংগঠনিক সম্পাদক শোয়াইব আহম্মেদ ও ক্রীড়া সম্পাদক আফসার সুপ্র প্রমুখ। বক্তারা বলেন, এনবিআর থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। হাইকোর্টের রায়ে ১৫% কর আরোপের পর শিক্ষার্থীদের দাবি ছিলো কর সম্পূর্ণ মওকুফ করা, কোনো পুর্ণবিবেচনার কথা শিক্ষার্থীরা বলেনি। কিন্তু এনবিআর মিথ্যাচার করে শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে ১৫% থেকে কমিয়ে ১০% কর আরোপের কথা বলছে। যা আমরা ঘৃণাভরে প্রত্যাখান করছি। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে কর বাতিল করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, অতীতে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারের ৭.৫% ভ্যাট আরোপের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রাজপথে নেমে এসে নিজেদের অধিকার আদায় করে নিয়েছিলো। কর বাতিল না হলে ঠিক একইভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে বলে হুশিয়ারি দেয় ছাত্রনেতারা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..