রোগ বিস্তারের কারখানায় পরিণত হয়েছে ভোলা জেনারেল হাসপাতাল
ভোলা সংবাদদাতা :
ভোলার ৭ উপজেলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসা সেবার শেষ ভরসাস্থল জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। কিন্তু রোগ নিরাময়কারী এ সরকারি হাসপাতালটি যেন এখন রোগ বিস্তারের কারখানায় পরিণত হয়েছে। এমনকি তেলাপোকার ভয়ে নার্সরা পর্যন্ত রোগীর বেডের কাজে আসতে ইস্তত বোধ করেন। এমনি অভিযোগ এখানে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনদের।
হাসপাতালে তেলাপোকা-ছারপোকার কামড়ে অতিষ্ঠ সবাই। এর জন্য হাসপাতালে দায়িত্বরতদের দুষছেন তারা। তবে আগামী ২ সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যার এ জেনারেল হাসপাতালটিতে চিকিৎসা নেন প্রায় ধারণক্ষমতা দ্বিগুণ রোগী। অন্যদিকে বর্হিবিভাগে চিকিৎসা নেন প্রতিদিন ১ হাজার থেকে ১২শ জন রোগী।
সরেজমিনে দেখা গেছে, ধারণক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে হাসপাতালটিতে। হাসপাতালে শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ডসহ পুরো হাসপাতালের প্রতিটি শয্যার নিচে, দেয়ালে স্থাপনকৃত টাইলসের ফাঁকে ও মেঝেতে তেলাপোকা-ছারপোকা বাসা বেঁধেছে। এসব পোকা রোগী ও তাদের স্বজনদের প্রতিনিয়ন কামড়াচ্ছে। এছাড়া রোগীদের খাবার নষ্ট করছে। রোগীরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হন রাতে। এ সময় পোকার উপদ্রব বাড়ে বহুগুণে। কোনো উপায়ন্তর না পেয়ে হাসপাতালে বাধ্য হয়েই চিকিৎসা নিতে হয় তাদের। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় এ সমস্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
কথা হয় বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বৃদ্ধ আব্দুল মতিন ও বিবি রহিমার সঙ্গে। তারা শারীরিক কিছু জটিলতার জন্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা অভিযোগ করে বলেন, তেলাপোকা-ছারপোকাসহ আরও কত যে পোকা আছে। এদের জ্বালায় বেডে ঠিকমতো শুয়ে থাকতে পারি না। হাসপাতালে এসেছি সুস্থ হতে, সুস্থ হওয়ার পরিবর্তে এখন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্বামী নুর উদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছেন তার স্ত্রী জান্নাত বেগম। তিনি অভিযোগ করে বলেন, আমার স্বামীর ব্লাড ক্যান্সার। এই বেডে এত তেলাপোকা যে, জরুরি প্রয়োজনে নার্সদের ডাকলেও তারা আসতে চান না তেলাপোকার ভয়ে।
তেলাপোকা নির্মূলের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েবুর রহমান।
শেষের পাতা
দাম বেড়েই চলেছে নিত্যপণ্যের
মৌলা ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে হাজার-হাজার মানুষ
পিরোজপুরে ভাঙা বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে ২০ হাজার মানুষ
শেরপুর ঘুগা বটতলা মহাসড়কে ফুট ব্রিজ স্থাপনের দাবি
দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন হতে দিব না
৭ দিনের সংবাদ...
মব সন্ত্রাস, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বাম জোটের উদ্বেগ
জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে সংহতি পদযাত্রা
সিংড়ায় সেতুর মধ্যে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল
কমরেড অনিমা সিংহের মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুরে স্মরণসভা
ভাওয়াল-চন্ডিপুর-অগ্রখোলা সড়ক যেন মরণফাঁদ
Login to comment..