মানবজাতির সম্মানহানি হয়, এমন এআই তৈরি করা যাবে না : পোপ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : প্রযুক্তির উৎকর্ষ এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের মতো বুদ্ধিমত্তা খাটিয়ে অনেক কাজ করে দিচ্ছে মেশিন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে শঙ্কা বাড়ছে। এমন পরিস্থিতিতে এআইয়ের ব্যবহার নিয়ে সতর্ক করেছেন পোপ লিও চতুর্দশ। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু বলেছেন, এমন এআই তৈরি করতে হবে, যাতে মানবজাতির কোনো সম্মানহানি না হয়। সম্প্রতি বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের এক সম্মেলনে এই বার্তা পাঠিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, এআই তৈরির ক্ষেত্রে মানবজাতির কল্যাণের বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। এটা শুধু বস্তুগত নয়; বরং বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক দিক থেকেও হতে হবে। পোপ লিও চতুর্দশ বলেছেন, কোনো প্রজন্মই আগে কখনো দ্রুত বিপুল সংখ্যক তথ্যের নাগাল পায়নি, যেমনটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পাওয়া যাচ্ছে। তবে তথ্যপ্রাপ্তির এই সুযোগ যতই বিস্তৃত হোক না কেন, এটাকে মানবজাতির বুদ্ধিমত্তার সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না। শিশুদের বুদ্ধিবৃত্তিক ও স্নায়বিক বিকাশের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। শীর্ষ প্রযুক্তি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘শিশুরা ঈশ্বর প্রদত্ত যে প্রতিভা ও সক্ষমতা পায়, তা বিকাশের সুযোগ দেওয়ার ওপর সমাজের সামগ্রিক কল্যাণ নির্ভর করে।’

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..