ছাত্রনেতা সুদীপ্ত মণ্ডলের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা
একতা প্রতিবেদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। চাঁদাবাজির বিরোধিতা করায় গতকাল ১০ জুন রাত ১০ টায় খুলনার শীতলা বাড়ি মন্দির এলাকায় সুদীপ্ত মণ্ডলের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছাত্র ইউনিয়ন অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি করেছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত মণ্ডলের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
Login to comment..