সিপিবি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু মৃত্যুবরণ করেছেন। মৃত্যকালে কমরেড আবু সুফিয়ান হিরুর বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবি, কৃষক সমিতি রংপুর জেলা কমিটি।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি স্কুল জীবন থেকেই বাংলাদেশের ছাত্র ইউনিয়নের একজন একনিষ্ঠ কর্মী ও নেতা ছিলেন। তিনি খেলাঘর, পীরগঞ্জের নাগরিক কমিটিসহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠের সাথে জড়িত ছিলেন। পীরগঞ্জের মানুষের অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি রংপুর আইনজীবী সমিতির পরপর তিনবার নির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং এ দেশের খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি পীরগঞ্জের তথা বাংলাদেশের গরিব মেহনতি মানুষের অন্তরে চিরদিন জাগ্রত থাকবেন। বিজ্ঞপ্তি