রেশনিং চালুর দাবি ক্ষেতমজুর সমিতির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বাগেরহাট সংবাদদাতা : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা কমিটির সম্মেলন গত ১২ জুন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, প্রবীণ ক্ষেতমজুর নেতা মৃন্ময় মন্ডল, নারায়ণ চন্দ্র মজুমদার প্রমুখ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ কৃষক নেতা কাজী সোহরাব হোসেন, সিপিবি নেতা ডাক্তার সেকেন্দার আলী, উদীচীর নাজমুল হাসান, চিত্তরঞ্জন প্রমুখ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে রেশনিং চালু, ষাটোর্ধ্ব মজুরদের বিনা জমায় মাসে ১০ হাজার টাকা পেনশন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সারাবছর কাজ, ন্যায্যমজুরিসহ ক্ষেতমজুর সমিতির দশ দফা বাস্তবায়নের দাবি জানান। সম্মেলনের সমাবেশ শেষে কাজী মনিরুজ্জামানকে সভাপতি এবং বিপুল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..