মার্কিনি মদদে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল
একতা প্রতিবেদক:
ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ ও ত্রাণকর্মীদের অবিলম্বে মুক্তি এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ করার দাবিতে ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ড. জয়দীপ ভট্টাচার্যের সঞ্চালনায় এবং ফিলিস্তিন সংহতি কমিটির সদস্য সচিব ড. হারুন উর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মুশরেফা মিশু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী এবং বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, নয়া গণতান্ত্রিক গণমোর্চার রেদোয়ান আহমেদ, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য লুৎফুন্ নেসা আখিসহ আরো অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, চূড়ান্ত খাদ্য ও ঔষধ সংকটের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছে গাজার মানুষ। সর্বশেষ আমরা দেখলাম ঈদের দিনও গাজায় বোমা মেরে অন্তত ৪২ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এহেন মানবেতর পরিস্থিতিতে আন্তর্জাতিক সমুদ্র আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণবাহী জাহাজ আটক করলো সেটা ভয়ানক মানবতাবিরোধী অপরাধ। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে এবং বিশ্বের বড় বড় দেশগুলোর মৌন সমর্থনেই এমন বর্বরতার সুযোগ পাচ্ছে ইসরাইল। এ থেকে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের ভয়াবহ চেহারাও আজ উন্মোচিত। পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদের আস্ফালন এবং এর বিপরীতে প্রতিরোধের শক্তির দুর্বলতার দরুণ ফিলিস্তিনে গণহত্যা চলছে।
তারা আরো বলেন, বিগত কয়েক দশক ধরেই পৃথিবীর বিবেকবান মানুষ স্তব্ধ হয়ে দেখছে কীভাবে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট ইসরায়েল ফিলিস্তিনের নিরস্ত্র, নিরীহ ও বেসামরিক জনগণের উপর গণহত্যা চালাচ্ছে। এই বর্বর হামলা থেকে আহত-শিশু -নারী যেমন রেহাই পাচ্ছে না তেমনি রেহাই পাচ্ছে না আশ্রয়কেন্দ্র, ত্রাণ সংগ্রহকারী বুভুক্ষু মানুষ ও হাসপাতালগুলো। আরেকদিকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরায়েলসহ বিশ্বের দেশে দেশে মানুষ যেভাবে প্রতিবাদে সামিল হয়েছেন তাতে আমরা ভীষণ আশাবাদী। আমরা মনে করি- গ্রেটা থুনবার্গ ও তার সঙ্গীদের এ দুঃসাহসিক কাজ পরাক্রমশালী জায়নবাদের বিরুদ্ধে শক্তিশালী জবাব। একইসঙ্গে আমরা ইসরায়েল-যুক্তরাষ্ট্রসহ বিশ্বের জনগণকে আহ্বান জানাই- সাম্রাজ্যবাদসহ যেকোনো অমানবিকতার ও গণহত্যার বিরুদ্ধে আন্দোলন আরো বেগবান করার। পরিশেষে নেতৃবৃন্দ গাজায় গণহত্যা বন্ধ করার ও অপহৃত মানবাধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। সাথে সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও দখলদার ইসরাইলের মানবতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান।
শেষের পাতা
ভাওয়াল-চন্ডিপুর-অগ্রখোলা সড়ক যেন মরণফাঁদ
মব সন্ত্রাস, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বাম জোটের উদ্বেগ
জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে সংহতি পদযাত্রা
সিংড়ায় সেতুর মধ্যে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল
কমরেড অনিমা সিংহের মৃত্যুবার্ষিকীতে দুর্গাপুরে স্মরণসভা
দেশবিরোধী এজেন্ডা বাস্তবায়ন হতে দিব না
৭ দিনের সংবাদ...
দাম বেড়েই চলেছে নিত্যপণ্যের
মৌলা ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে হাজার-হাজার মানুষ
পিরোজপুরে ভাঙা বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে ২০ হাজার মানুষ
শেরপুর ঘুগা বটতলা মহাসড়কে ফুট ব্রিজ স্থাপনের দাবি
Login to comment..