ইরানই এই গল্পের শেষ অধ্যায় লিখবে : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক ইসরায়েলের হামলায় নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। ইসরায়েলের উদ্দেশে বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন বর্বর শাসকের সঙ্গে শুধু শক্তির ভাষায় কথা বলা উচিত।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মুহূর্ত থেকেই ইরানের ইসলামিক প্রজাতন্ত্র সরকার প্রয়োজনীয় প্রতিরক্ষা, রাজনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে অবৈধ ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য অনুতপ্ত করা যায় এবং ইসরায়েলিরা এক মুহূর্তও বিশ্রাম নিতে না পারে। বিশ্ব এখন ইরানের পারমাণবিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ক্ষমতার উন্নয়ন ও অধিকারের প্রতি তেহরানের দৃঢ় অবস্থান সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ পেয়েছে। গত ২০০ বছরে ইরান আগ বাড়িয়ে কখনো কোনো যুদ্ধ শুরু করেনি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে আমরা কখনো পিছপা হব না। এই গল্পের শেষ অধ্যায় ইরানই লিখবে।’ ইসরায়েল গত শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ অন্যান্য শহরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। তেহরানের বিভিন্ন আবাসিক জায়গায় বাড়িঘর ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান (আইআরজিসি) মেজর জেনারেল হোসেইন সালামিসহ বিভিন্ন সামরিক কর্মকর্তা ও অন্তত দুজন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..