তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

বাজেট কমিয়ে শিক্ষাকে পণ্যে রূপান্তর করার পাঁয়তারা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

শিক্ষা উপকরণের দাম কমানোসহ এই খাতে জাতীয় আয়ের ৮ শতাংশ বরাদ্দের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
একতা প্রতিবেদক : আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে- বাজেটে জাতীয় আয়ের (জিডিপির) ৮ শতাংশ বরাদ্দ, শিক্ষা সামগ্রীর দাম কমানো ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সমাবেশে ছাত্রনেতারা বলেন, পূর্ববর্তী সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও শিক্ষা খাতে বরাদ্দ কমানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই সরকার শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দিনদিন শিক্ষা সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে, সাধারণ শ্রমজীবী পরিবারের নাগালের বাহিরে চলে যাচ্ছে শিক্ষাব্যবস্থা। শিক্ষাকে পণ্যে রুপান্তর করার যে পায়তারা করছে সরকার। এখান থেকে বেরিয়ে না আসলে তীব্র আন্দোলনের হুশিয়ারি দেন ছাত্রনেতারা। শিক্ষা সংকট নিরসনের জন্য দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা সংস্কার গঠনের দাবি জানান বক্তারা। গত ২৭ মে বিকেল ৪ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের নেতারা এসব কথা বলেন। সংগঠনের সহ সভাপতি সালমান রাহাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রিজম ফকির, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল হাসান সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মেরাজ খনা আদর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের

হোসেন সজল, সদস্য রাসেল আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক শোয়াইব আহমেদ আসিফ প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার উন্নয়নের জন্য শিক্ষা বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি একটা মহল সর্বদাই শিক্ষাকে পশ্চাৎপদ করার জন্য শিক্ষা বরাদ্দ দিন দিন হ্রাস করে যাচ্ছে। শুরু থেকেই শিক্ষা বরাদ্দ হ্রাস করেই ক্ষান্ত থাকছে না- শিক্ষা বাজেটের মধ্যে গুজে দিচ্ছে প্রযুক্তি খাত। আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে গবেষণা খাতে ব্যয় বৃদ্ধির দাবি জানায় সংগঠনটি। গাইবান্ধা : আসন্ন বাজেটে শিক্ষাখাতে ৮ শতাংশ বরাদ্দের দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। উক্ত দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ করেছে সংগঠনের আঞ্চলিক শাখা। গত ২৭ মে বিকেল ৪ টায় দারিয়াপুর আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর প্রদক্ষিণ করে তেঁতুলতলায় সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, জেলা সংসদের প্রচার প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার, দপ্তর সম্পাদক আবির খান প্রমুখ। এসময় বক্তরা বলেন, এশিয়ার সকল দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সর্বনিম্ন। সেইসাথে রয়েছে চরম বৈষম্য। ৯৫ভাগ মানুষের সন্তানরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বৈষম্য বঞ্চনা দূর করতে আসন্ন বাজেটে শিক্ষাখাতে বাজেটের ৮শতাং বরাদ্দের জোর দাবি জানান তারা।
শেষের পাতা
বরেণ্য চিত্রশিল্পী শিক্ষাবিদ মতলুব আলী প্রয়াত
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে : চন্দন
জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দাবি
গাইবান্ধার সাঁওতাল হত্যার বিচার ৯ বছরেও হয়নি
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
গ্রেফতারকৃত ৩০ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি বামজোটের
৭ দিনের সংবাদ...
চট্টগ্রাম বন্দর এলাকায় ট্রেড ইউনিয়ন নিষেধাজ্ঞায় সিপিবির প্রতিবাদ
মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন লড়েছেন ইলা মিত্র
লেখা আহ্বান
বাম-গণতান্ত্রিক সরকার গঠনের ডাক
কমরেড মোখলেছুর রহমানের স্মরণসভা
‘অভ্যুত্থান পরবর্তী সরকার শ্রমজীবী মানুষের রুটি-রুজির পথ বন্ধ করে দিচ্ছে’
শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ পুনর্বহালের দাবি
ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সিপিবির স্মারকলিপি পেশ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..