একতা বিদেশ ডেস্ক :
গাজার একমাত্র চালু হাসপাতালও ধ্বংস করল ইসরায়েল। গাজা শহরের প্রাণকেন্দ্রে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে পরপর ক্ষেপণাস্ত্র ফেলল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হাসাপাতালের ইনটেনসিভ কেয়ার বিভাগ এবং শল্যচিকিৎসা বিভাগকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গাজায় চলতি পর্বে টানা একের পর এক স্কুল এবং হাসপাতালে বোমা ফেলে চলেছে ইসরায়েল। ধ্বংস করা হয়েছে নিকাশি এবং জল সরবরাহ পরিকাঠামো। গাজাকে বসবাসের অযোগ্য করার লক্ষ্যে টানা সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। যার পুরোটাই হয়েছে আমেরিকার মদতে।
এদিন সোশাল মিডিয়ায় গাজার আল আহলি হাসপাতালের জ্বলতে থাকা অংশ থেকে ধোঁয়া বেরনোর ছবি ছড়িয়ে পড়েছে। বরাবরের মতো এই ঘটনাতেও ইসরায়েলের সেনা আইডিএফ’র বিবৃতিতে বলা হয়েছে, ওই হাসপাতালকে কেন্দ্র করে হামাস নিয়ন্ত্রণ কেন্দ্র চালাতো। হামলার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করেন গাজার জনতা। গাজার অসামরিক প্রশাসন জানাচ্ছে যে উদ্ধারের সময় অসুস্থ এক শিশুর মৃত্যু হয়েছে। রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।