যুব ইউনিয়ন খুলনা মহানগর কমিটির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটির এক সভা গত ৯ এপ্রিল সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুবনেতা রামপ্রসাদ রায়, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, অ্যাডভোকেট ত্রিদীপ রায়, উজ্জ্বল বিশ্বাস, মো. ফেরদৌস সানা প্রমুখ। সভায় বক্তারা ইসরায়েলের জায়নবাদী নেতানিয়াহুর সরকার কর্তৃক ফিলিস্তিনের গাজায় নিরীহ নারী-শিশুসহ নিরীহ জনগণকে অব্যাহত হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং একইসঙ্গে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানানোর নামে মিছিল থেকে দেশের একাধিক স্থানে বাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনারও তীব্র নিন্দা জানান। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। সভায় এক প্রস্তাবে আগামী ১০ মে ৯ম সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..