নীলফামারীতে সিপিবির সভা
নীলফামারী জেলা কমিটির সভা গত ১১ এপ্রিল অ্যাডভোকেট তারিণী মোহন অধিকারীর বাসভবনে আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পার্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ম আ শামীম, রঞ্জু, তারিণী মোহন অধিকারী, রফিকুল ইসলাম, গোপাল রায়, মনি সিং, উদাস বাবু। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২৪ মে নীলফামারী জিলা সম্মেলন। সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয় কমরেড রফিকুল ইসলামকে আর যুগ্ম আহ্বায়ক করা হয় অ্যাডভোকেট তারিণী বাবু ও তৈলক্ষ পাইকারকে। সভায় আগামী মে মাসের মধ্য সকল উপজেলা সম্মেলন শেষ করার সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি
Login to comment..