কমরেড মোর্শেদ আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
পাবনা সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঈশ্বরদী উপজেলা কমিটির উদ্যোগে গত ৭ এপ্রিল রহিমপুর কবর স্থানে সিপিবি কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের প্রায়ত সদস্য বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডাকসুর সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা কমরেড মোর্শেদ আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবি ঈশ্বরদী উপজেলা কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিপিবি পাবনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষক নেতা সাংবাদিক আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. অলোক মজুমদার, আসমা আলো, জীবন কুমার দাশ, জাহিদুল ইসলাম রিপন, গোলজার হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঈশ্বরদী শাখার সদস্য হাক্কি মাহামুল হক প্রমুখ।
উল্লেখ্য, কমরেড মোর্শেদ আলী ১৯ জানুয়ারি ১৯৪৫ সালে ঈশ্বরদী শহরের স্কুলপাড়ায় জন্মগ্রহণ করেন এবং ৭ এপ্রিল ২০২১ সালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি এদেশে মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক সংগ্রামে বিশেষ অবদান রেখে গেছেন।
শেষের পাতা
বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ সমাহিত
অতিরিক্ত লোকসানের কারণে পরপর দুজন পেঁয়াজ চাষীর আত্মহত্যা
গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘকে উপযুক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের মুক্তি দাবি
কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মৃত্যুবার্ষিকী পালিত
ড. গোলাম মহিউদ্দিন সাংস্কৃতিক উৎসবে বিজয়ীদের পুরস্কার বিতরণ
ওয়াসার পানি নিয়ে ভোগান্তিতে নগরবাসী
৭ দিনের সংবাদ...
গাইবান্ধায় সিপিবির ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন
‘মূল্যবৃদ্ধির আঘাত জনজীবনকে অসহনীয় করে তুলবে’
জাতীয় সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় ক্ষেতমজুর সমিতির তৎপরতা
Login to comment..