ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে হবে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন, স্টাইল ক্রাফটসহ সকল কারখানার বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ঢাকা মহানগর কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। বিক্ষোভ মিছিলটি পল্টন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করার কথা ছিল গত ২৪ নভেম্বর ২০২৪। ইতোমধ্যে পাঁচ মাসের অধিক সময় অতিবাহিত হলেও ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনও বাস্তবায়ন হয়নি। এদিকে ট্যানারি শ্রমিকরা দাবি বাস্তবায়নের জন্য দুইমাস ধরে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আন্দোলন চলকালে মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ কয়েক দফা বৈঠক করলেও মালিক পক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে গাফিলতি করে যাচ্ছে। অন্যদিকে গত ৬ মার্চ সরকার, শ্রমিক ও মালিক ত্রিপক্ষীয় পরামর্শ সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ২০ রমজানের মধ্যে সকল শ্রমিকদের বকেয়া পাওনা ও ঈদ বোনাস পরিশোধ করার কথা। কিন্তু দুই শতাধিক মালিক তা বাস্তবায়ন করেনি। পল্টন মোড়ের সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইদ্রিস আলী। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিইউসির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রমিক নেতা মাহাবুল আলম। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ঢাকা মহানগর কমিটির খায়রুল কবির মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক জালান আহম্মেদ ও সমাজ কল্যাণ সম্পাদক সেকেন্দার হায়াৎ।
শেষের পাতা
গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘকে উপযুক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের মুক্তি দাবি
কমরেড বিষ্ণু চ্যাটার্জীর মৃত্যুবার্ষিকী পালিত
বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ সমাহিত
অতিরিক্ত লোকসানের কারণে পরপর দুজন পেঁয়াজ চাষীর আত্মহত্যা
‘মূল্যবৃদ্ধির আঘাত জনজীবনকে অসহনীয় করে তুলবে’
জাতীয় সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন উপজেলায় ক্ষেতমজুর সমিতির তৎপরতা
ড. গোলাম মহিউদ্দিন সাংস্কৃতিক উৎসবে বিজয়ীদের পুরস্কার বিতরণ
ওয়াসার পানি নিয়ে ভোগান্তিতে নগরবাসী
৭ দিনের সংবাদ...
গাইবান্ধায় সিপিবির ব্যতিক্রমী পহেলা বৈশাখ উদযাপন

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..