ট্রাম্পের শুল্কের জেরে বিশ্বে টালমাটাল শেয়ার বাজার

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : সপ্তাহ শুরুর দিনেই বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে পড়ছে সূচক। শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার শুল্কনীতির কারণেই শেয়ার বাজারে বিনিয়োগে অনীহা দেখা যাচ্ছে। শেয়ারের দাম পড়ার ভয়ে বিক্রির তাগিদ বাড়ছে। সেই সঙ্গে যোগ হয়েছে চলতি অর্থবর্ষের মাঝামাঝি আমেরিকাতে অর্থনৈতিক মন্দার ভয়। ভারতের নরেন্দ্র মোদী সরকার মুখ বুঁজে থাকলেও বিশ্বের বহু দেশই তা করেনি। চীন পালটা আমদানি শুল্ক বাড়িয়ে আমেরিকার পণ্য আমদানিতে। এমনকি আমেরিকার প্রতিবেশী মেক্সিকো, কানাডা কড়া মোকাবিলার পথেই হাঁটছে। ইউরোপীয় ইউনিয়ন আলোচনার পাশাপাশি কড়া ব্যবস্থা নেওয়ার রাস্তা খুলে রেখেছে।আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্য জানাচ্ছে, শুল্ক ঘিরে ট্রাম্পের চাপ মেনে নিতে অস্বীকার করার বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে। মোট বাণিজ্য হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার আংশিক প্রভাব পড়েছে শেয়ার বাজারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যদিও দাবি করেছে যে চড়া হারে শুল্ক বসানোয় বিশ্বের ৫০টির ওপর দেশ আলোচনার বার্তা দিয়েছে। পর্যবেক্ষকদের মত, ট্রাম্পের আসল উদ্দেশ্য বহুমেরু বাণিজ্য সম্পর্কের সব রাস্তা বন্ধ করা। আমেরিকার সঙ্গে সব দেশকে দ্বিপাক্ষিক চুক্তিতে বসতে বাধ্য করা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..