‘মেহনতি মানুষের পক্ষের সমাজ আজও নির্মিত হয়নি’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুমিল্লা জেলার দেবিদ্বারে লাল পতাকা মিছিল
কুমিল্লা সংবাদদাতা : ৬৯, ৭১, ৯০, ২৪ এর লড়াই-সংগ্রামে আমরা গরিব মেহনতি মানুষ জীবন দিলেও আমাদের পক্ষের কোনো সমাজ আজও নির্মিত হয়নি। সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিলেও আমাদের কোনো লাভ হয় নাই। তাই ক্ষমতা বা সরকার বদল-পরিবর্তনে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, ভাগ্যের পরিবর্তন করতে হলে ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। দেবীদ্বার উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ রঞ্জন কর ওই বক্তব্য দেন। সম্মেলনে ক্ষেতমজুর নেতা মালু মিয়ার সভাপতিত্বে এবং আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ক্ষেতমজুর সমিতির নেতা লাল মিয়া, বাদল মিয়া, নাছিমা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরিমল শীল, বাংলাদেশ যুব ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ প্রমুখ। সম্মেলনে তজু মিয়াকে সভাপতি ও লাল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কমিটির ঘোষণা ও শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ রঞ্জন কর। সম্মেলন শেষে একটি মিছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..