ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পক্ষে দেশব্যাপী সমাবেশের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৮ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে রাজধানীতে মিছিল করে নেতাকর্মীরা
[ ছবি: রতন কুমার দাস ]একতা প্রতিবেদক :
প্যালেস্টাইনে ইসরাইল-মার্কিন সাম্রাজ্যবাদী বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদ, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চাসহ বিভিন্ন প্রগতিশীল সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার এবং তেল সম্পদের উপর দখলদারিত্বের প্রয়োজনে ১৯৪৮ সালে ‘ইসরায়েল’ নামক একটি কৃত্রিম জায়নবাদী সামরিক রাষ্ট্রের সৃষ্টি করেন সাম্রাজ্যবাদীগোষ্ঠী। ৭ হাজার কিলোমিটার দিয়ে শুরু হলেও ক্রমাগত ফিলিস্তিনের জায়গা দখল করে বর্তমানে ২২ হাজার কিলোমিটার বিস্তৃত হয়েছে এই কৃত্রিম রাষ্ট্রটি। ইতোমধ্যেই গাজার অর্ধেক ভূমি দখল করে নিয়েছে ইসরাইল। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী দুনিয়া অর্থ ও অস্ত্র দিয়ে এটিকে দানবীয় করে তুলেছে। সর্বশেষ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলী হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লক্ষ ১৫ হাজার আহত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
জাতিসংঘের তথ্যমতে গাজায় ইতোমধ্যে প্রায় ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ২২ লক্ষ বাসিন্দা সরে গিয়ে ঐ অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে দিতে বলেছে।
ফিলিস্তিনের পক্ষে মৌলভীবাজারে বামজোটের কর্মসূচিতে ফেস্টুন হাতে প্রতিবাদ জানান এক নারী মার্কিন যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিম তীরে বিলাসবহুল রিসোর্টসহ পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছে।
বামজোট নেতারা বলেন, এটি মুসলমান বনাম ইহুদির যুদ্ধ নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি জায়নবাদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার লড়াই। গণহত্যাকারী নেতানিয়াহু ও তার দোসরদের বিরুদ্ধে খোদ ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে। ইসরায়েলের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন গণতান্ত্রিক শক্তি ও প্রগতিশীল ব্যক্তি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ করছে। একদিকে ধর্ম-বর্ণ, দেশ নির্বিশেষে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী গণহত্যার প্রতিবাদ হচ্ছে, অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলো কথিত মুসলিম উম্মাহ ও ভ্রাতৃত্বের কথা বলে নির্বিকার রয়েছে। মিসর, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম দেশ জায়নবাদী ইসরাইল রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চলেছে। এটি অত্যন্ত লজ্জাজনক।
গত ৮ এপ্রিল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। জোটের নেতা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম
বরিশাল সদস্য শাহীন রহমান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
প্যালেস্টাইনের সাথে সংহতি জানানোর মিছিল থেকে দেশের বিভিন্ন স্থানে বাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা-লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জোটের নেতারা।
বক্তারা গাজায় ইসরাইলি হামলা, গণহত্যার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রসঙ্গে বলেন, এটা খুবই মামুলী বক্তব্য হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই- মার্কিন সাম্রাজ্যবাদীদের মদতে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল।
সরকারের বিবৃতিতে জায়নবাদী ইসরাইলের মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বিন্দুমাত্র উল্লেখ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, অথচ বিশ্ব আজ অশান্তিতে ছেয়ে গেছে। গাজা জ্বলছে অথচ ইউনূস সাহেবের এই ব্যাপারে কোন বক্তব্য বিবৃতি নেই। এমনিতেই ইসরাইলের প্রতি ড. ইউনূসের দৃষ্টিভঙ্গী সম্পর্কে জনমনে সন্দেহ রয়েছে। কারণ ২০২৩ সালের
চাঁদপুর ১৩ অক্টোবর প্রকাশিত সংবাদে দেখা যাচ্ছে ‘গ্রামীণ আমেরিকা’ নামক একটি প্রতিষ্ঠান ইসরাইলকে ১০০ কোটি টাকা সাহায্য দিয়েছে। ঐ প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান হলেন ড. ইউনূস। ফলে বর্তমানে গাজায় গণহত্যা এবং ইসরাইলের ভূমিকা নিয়ে ড. ইউনূসের বক্তব্য স্পষ্ট করার জন্য জোর দাবি জানান নেতারা।
নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বাতিল করা ও আন্তর্জাতিক সকল ফোরামে ইসরায়েলের বিরুদ্ধে এবং মদদদাতা মার্কিনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আহ্বান জানান। গাজায় অব্যাহত গণহত্যা বন্ধে যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের কঠোর সমালোচনা করেন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ফিলিস্তেনের পতাকা ও লাল পতাকা সম্বলিত একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব-পল্টন-জিপিও-বায়তুল মোকাররম মসজিদ হয়ে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।
সিলেট : গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ এপ্রিল বিকাল ৫টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবির
কুমিল্লা জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদের জেলা আহ্বায়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামছুল বাসিত শেরো প্রমুখ।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয়-কলেজে সমাবেশ, বিক্ষোভ ও মিছিল করেছে আপামর জনতা।
কুমিল্লা : ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কুমিল্লা টাউন হলের সম্মুখে অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজাত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক দেব জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন আহাম্মদ, বিকাশ দেব, সুধাংশু নন্দী, আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র শীল, মনিষা চক্রবর্তী, ধনঞ্জয় চৌধুরী, মাহমুদ হাসান মিঠু, হারাধন দেবনাথ, সামছুন্নাহার, শম্ভু রঞ্জন চৌধুরী, শহিদ, প্রদীপ ভট্টাচার্য, মনজিল, ধনঞ্জয় দাস, ইব্রাহিম, দীপ্ত দেবনাথ, অনির্বাণ প্রমুখ।
খুলনা : ইসরায়েলের জায়নবাদী নেতানিয়াহুর সরকার কর্তৃক ফিলিস্তিনের গাজায়
নারায়ণগঞ্জ অব্যাহত গণহত্যা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জোটের জেলা সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি ডাক্তার মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য রণজিৎ চট্টোপাধ্যায়, খুলনা জেলা সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, জেলা সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, সম্পাদক মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, জেলা সদস্য আব্দুল করিম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কুষ্টিয়া : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ফিলিস্তিন সংহতি কমিটি, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মজমপুর ট্রাফিক বক্সের পাশে সমাবেশ ও শহরের বিভিন্ন সড়কে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিন সংহতি কমিটি কুষ্টিয়ার আহ্বায়ক অধ্যাপক নূর উদদীন আহাম্মেদের
কুষ্টিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক শফিউর রহমান শফি, সিপিবি জেলা সাধারণ সম্পাদক ম. হেলান উদ্দিন, বাসদ জেলা কমিটির সদস্য সচিব আশরাফুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম সাহিন, শ্রমিক নেতা মতিয়ার রহমান, নারীনেত্রী তাজ নাহার বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক লাবনী সুলতানা প্রমুখ।
বরিশাল : গত ৯ এপ্রিল সকাল ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোট বরিশালের উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্বরে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও ফিলিস্তিনিদের আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সংগঠক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ। এসময় বক্তব্য রাখেন সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদ জেলা শাখার সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্ত্তী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সদস্য অধ্যাপক আমিনুর রহমান খোকন প্রমুখ।
মাগুরা : ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলার উদ্যোগে গত ৮ এপ্রিল সকাল ১০টার দিকে চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জোটের জেলার সমন্বয়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজের
দিনাজপুর সভাপতিত্বে এবং বাসদ জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান, বিপ্লবী যুব মৈত্রীর কেন্দ্রীয় সদস্য অনিন্দ্য আরিফ প্রমুখ।
চাঁদপুর : গাজায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির মানববন্ধন হয়েছে।
সিপিবি জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গত ৮ এপ্রিল বিকাল ৫ টার দিকে শহরের শপথ চত্বরে অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সদস্য সুধাংশু সাহা, মতলব দক্ষিণ উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, নাট্যকর্মী মোখলেছুর রহমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা ডাক্তার শ্যামল চন্দ্র ঘোষ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর ফিলিস্তিন-ইসরাইলী দ্বন্দ্ব বিদ্যমান। ইসরাইল সাম্রাজ্যবাদীদের মদতে নিরীহ ফিলিস্তিনী জনগণের উপর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। বোমা বর্ষণে পাখির মতো উড়ে মানুষ মরছে। মানবতার অবশিষ্ট আর কিছুই রইলোনা। অসভ্য ও বর্বরোচিত এ হামলায় বিশ্ববাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।