হৃদয়ে মারাদোনা! আর্জেন্টিনায় উত্তাল বিক্ষোভে ফুটবল সমর্থকরা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : প্রতিবাদের মিছিলে সেই দিয়াগো আর্মান্দো মারাদোনা। আর্জেন্টিনায় তাঁর কথায় প্রচার তুলে বিক্ষোভে নামলেন ফুটবল সমর্থকরা। তাঁদের ওপরই রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ফাটালো অতি দক্ষিণপন্থী রাষ্ট্রপতি জেভিয়ার মিলেইর প্রশাসন।ব্যয় সঙ্কোচনের নামে জনতার অর্জিত অধিকার কেড়ে নিতে নেমেছে মিলেইর সরকার। ঠিক যেভাবে সক্রিয় আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দোসর ধনকুবের এলন মাস্ক। এবার মিলেই বাতিল করছেন অবসরপ্রাপ্তদের সামাজিক সুরক্ষা। তার প্রতিবাদেই বিক্ষোভের ঢল আর্জেন্টিনায়। আর্জেন্টিনার হিসেবে রাস্তায় ফুটবল সমর্থকদের সঙ্গে ছিলেন বৃদ্ধবৃদ্ধারা। পুলিশের ভয়াবহ আক্রমণে আহত হয়েছেন তাঁদের অনেকে। রক্তাক্ত অবস্থায় অন্তত ১০০ বিক্ষোভকারীকে ধরে নিয়ে গিয়েছে পুলিশ। জীবদ্দশায় মারাদোনা বলেছিলেন, অবসরপ্রাপ্তদের অধিকার যারা কেড়ে নেয় তারা আসলে ভিতু। প্রয়াণের চার বছর পরও সেকথা ভোলেনি আর্জেন্টিনা। ছোটবেলায় বোকা জুনিয়ার্সে খেলতেন এই কিংবদন্তী। সে ক্লাবের সমর্থকরা তো ছিলেনই, ছিলেন আরও বহু ফুটবল সমর্থক। জেভিয়ার মিলেইর ব্যয় সঙ্কোচন নীতিতে আক্রান্ত সব স্তরের শ্রমজীবীই। মারাত্মক আক্রমণের মুখে পেনশন প্রাপকরা। তাদের সুরে সুর মিলিয়ে রাজধানী বুয়েনস আয়ার্সের রাস্তায় নামেন সমাজের বিভিন্ন অংশের নাগরিকরা। বাধা দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। সেই বাহিনীই স্লোগান দিয়েছে, ‘মিলেই নিপাত যাক। মিলেই মানে একনায়কতন্ত্র!’ অবশ্য এ বাংলাতেও দেখা গিয়েছে কর্মরত চিকিৎসকের হত্যার বিচার চাইতে রাস্তায় নেমে আসা ফুটবল সমর্থকদের।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..