কমরেড লাকী আক্তারের বিরুদ্ধে মব সন্ত্রাস বন্ধের আহ্বান সিপিবির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, নারী সেলের সংগঠক, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড লাকী আক্তারের বিরুদ্ধে সৃষ্ট মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়ে সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও প্রচারণা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক বিবৃতিতে সিপিবি নেতারা মব সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন দেশবাসীকে দ্রুত সোচ্চার ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। গত ১২ মার্চ সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে বলেন, ‘নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সারাদেশ বিক্ষুব্ধ। সরকার সম্পূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, নারী-শিশুসহ মানুষের জান-মালের নিরাপত্তা রক্ষার্থে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আজও সাগর-রুনি হত্যাকাণ্ডের কুল-কিনারা হয়নি। সারাদেশ যখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জনগণের নিরাপত্তার দাবিতে উত্তাল, সরকার তখন জনদাবি উপেক্ষা করে পুলিশি নির্যাতনের মধ্য দিয়ে আন্দোলন দমনে সক্রিয় হয়ে উঠেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার মামলাও করেছে।’ বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার জনজীবনের নিরাপত্তাদানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশবাসীর খুন-ধর্ষণবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল কমরেড লাকী আক্তারকে চলমান মব সন্ত্রাসের টার্গেটে পরিণত করার জন্য সক্রিয় হয়ে উঠে এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মব মহড়া প্রদান করে। সিপিবি নেতৃবৃন্দ বলেন, কমরেড লাকী আক্তার এদেশের মানুষের কাছে লড়াই-সংগ্রামের পরীক্ষিত একটি নাম। তিনি প্রকৃত অপরাধীদের শাস্তি প্রদান ও নারীর নিরাপত্তা বিধানের আন্দোলনে সকলকে সমবেত করতে ভূমিকা রেখে চলেছেন। যা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্রের পথে যাত্রা অব্যাহত রাখতে অন্যতম জরুরি কর্তব্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমস্যাভিত্তিক আন্দোলন, সাগর-রুনি হত্যার বিচার আন্দোলন, তেল-গ্যাস ও জাতীয় খনিজ সম্পদ রক্ষার আন্দোলন, তনু, নুসরাত ধর্ষণ-হত্যাসহ সকল নারী নিপীড়নবিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধী বিচার আন্দোলন, স্বৈরাচার ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সামনের কাতারের সাহসী যোদ্ধা লাকী। যারা লাকী আক্তারের বিরুদ্ধে এসব ষড়যন্ত্রে লিপ্ত তাদের হুঁশিয়ারি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জনমনে বিভ্রান্তি ছড়িয়ে নিপীড়নবিরোধী আন্দোলনকে দমন করা যাবে না। শোষণ-বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ে তোলার যে আকাঙ্ক্ষা ২৪’র গণঅভ্যুত্থানে সৃষ্টি হয়েছে তা মব সন্ত্রাসের মাধ্যমে ধ্বংস করার যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণমানুষ রুখে দাঁড়াবে। নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদ্যমান পরিস্থিতিকে গুরুত্বে নিয়ে নারী-শিশুসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং যেকোনো মব ভায়োলেন্স ও এর উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গত ১১ মার্চ সন্ধ্যায় সরকারের ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, যৌন নিপীড়ন বন্ধ ও পুলিশি হামলার প্রতিবাদে ‘খুন, ধর্ষণ, নিপীড়নবিরোধী গণআন্দোলন’ এর ব্যানারে শাহবাগ থেকে শহীদ মিনার অভিমুখে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে ১৫টি ছাত্র, যুব, সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সিপিবি নারী সেলের নেত্রী কমরেড লাকী আক্তারও বক্তব্য রাখেন। দুঃখজনক যে মিছিল পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্বার্থান্বেষীমহল ওই মিছিল এবং কমরেড লাকী আক্তারকে লক্ষ্য করে মব সন্ত্রাসের উস্কানি প্রদান করেন। ফলশ্রুতিতে গভীর রাতে বিভিন্ন স্থানে উগ্রপন্থী, মুক্তিযুদ্ধবিরোধী ও গণতন্ত্রবিরোধী মব শোডাউন পরিলক্ষিত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..