হামলা-মামলার বিরুদ্ধে ময়মনসিংহে বামজোটের বিক্ষোভ সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বাম গণতান্ত্রিক জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায়
ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহে বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। গত ১৩ মার্চ নগরীর মালগুদাম থেকে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি বের হয়ে নতুন বাজার-টাউন হল প্রদক্ষিণ করে। পরে মালগুদামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বামজোটের জেলা সমন্বয়ক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদের (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, সিপিবি নেতা আব্দুর রব মোশাররফ প্রমুখ। বক্তারা বামজোটের মিছিলে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার-বিচার ও ধর্ষণ-নির্যাতনের বিচারে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তাঁরা গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের লড়াইকে বেগবান করার আহ্বান জানান। এর আগে গত ১২ মার্চ নারী-শিশু ধর্ষণ-নিপীড়ন বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট মিছিল বের করলে ময়মনসিংহ নগরের নতুনবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আতঙ্কিতভাবে হামলা চালান। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক আরিফুল হাসান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সহ-সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁইসহ জোটের নেতাকর্মীরা আহত হন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..