পাটকল রক্ষায় মতবিনিময়

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : খুলনা জেলা কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের রাষ্ট্রায়ত্ত পাটকল চালু সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি চারটার দিকে সিপিবি শ্রমিক নেতা মো. নুর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফী রতন, জহুরুল ইসলাম, শামীম ইমাম, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশীদ, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিঠু, যশোর খুলনা বদলী কমিটির আহ্বায়ক ইলিয়াস হোসেন, টিইউসি জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নুর মোহাম্মদ, হার্ডবোর্ড মিল রক্ষা কমিটির সদস্য সচিব শ্রমিক নেতা জহুরুল ইসলাম জব্বার প্রমুখ। সভায় বক্তারা বন্ধকৃত পাট শ্রমিকদের সমস্যা ও দাবি তুলে ধরা হয়। নেতৃবৃন্দ দৌলতপুর খালিশপুর জুটমিলসহ পাঁচটি পাটকলের সমুদয় বকেয়া গেজেট অনুযায়ী পরিশোধ, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সকল বকেয়া মজুরি বোনাসসহ অন্যান্য পাওনাদি অবিলম্বে পরিশোধ ও অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবি জানান। সভায় অপর এক প্রস্তাবে উত্থাপিত সকল দাবি-দাওয়া গত ২৭ ফেব্রুয়ারি বিজেএমসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থাপন করার সিদ্ধান্ত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..