সুস্পষ্ট প্রজ্ঞাপন চান শিক্ষকরা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত গত ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। আন্দোলনকারীরা জাতীয়করণের পাশাপাশি পূর্ণাঙ্গ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতার সুস্পষ্ট ঘোষণা ও পরিপত্রের দাবি করেন। ডিসি সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতাদি বৃদ্ধি করার কাজ চলছে এ মর্মে বক্তব্য রাখেন। কিন্তু আন্দোলনকারীরা উপদেষ্টার আশ্বাসের উপর নির্ভর না করে প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিতের বিষয়ে অনড় থাকেন। তাই গত ১৬ ফেব্রুয়ারি থেকে সারাদেশের বেশ কিছু এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জনও হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরাও একাত্মতা জানিয়ে ক্লাস বর্জন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। কর্মসূচি চলাকালে সচিবালয় অভিমুখে অন্তত তিনবার মিছিল করেন আন্দোলনকারীরা। গত ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিক্ষকদের আশ্বস্ত করেন, আগামী বাজেটে শিক্ষকদের উৎসব বোনাস, বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বৃদ্ধির কাজ চলছে। অতিরিক্ত সচিবের এ বক্তব্যের প্রেক্ষিতে নেতৃবৃন্দ আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব বোনাসসহ বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতার সুনির্দিষ্ট পরিপত্র জারি করার দাবি করেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হলে প্রয়োজনে ঈদের দিন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রতিবাদস্বরুপ ঈদের নামাজ আদায় করবেন। গত ২১ ফেব্রুয়ারি থেকে প্রতীকী অনশনের কর্মসূচিও অব্যাহত আছে। গত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে মিছিল নিয়ে গেলে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। তারা বাধাকে উপেক্ষা করে শিক্ষাভবনের সামনে অবস্থান নিলে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে। এতে অন্তত ২০-২৫ জন শিক্ষক আহত হন। এর প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, জোটের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন। নেতৃবৃন্দ আন্দোলনকারীদের উপর নির্বিচারে যেসব পুলিশ হামলা করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং শিক্ষা উপদেষ্টাকে এ হামলার জন্য দুঃখ প্রকাশের আহ¦ান জানান। দেশে ৩০ সহস্রাধিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারি রয়েছে। এদের বাড়ি ভাড়া ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ এবং উৎসব বোনাস ২৫%। এসব বৈষম্যের বিরুদ্ধে মূলত ফুঁসে ওঠে শিক্ষক-কর্মচারীরা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..