২০ রমজানের মধ্যে ঈদ বোনাস ও বকেয়া দাবি শ্রমিকদের
একতা প্রতিবেদক :
২০ রমজানের মধ্যে শ্রমিকের পূর্ণ ঈদ বোনাস, সমস্ত বকেয়া ও চলতি মাসের বেতন পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই, নির্যাতন, মিথ্যা মামলা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল হাই শরীফ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপতি অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, পোষাক ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলার সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক নাছির হোসেন, গার্মেন্টস শ্রমিক সংহতি জেলার সভাপতি আব্দুল আল মামুন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে শ্রমজীবী মানুষের জীবন দিশেহারা। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই কেবল ভাবতে পারে পরিবার পরিজনের জন্য কিছু ভালো খাবার ও কিছু জামা কাপড় কেনার। এমনিতেই শ্রমিকের মজুরি কম। তাই শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ করে তাদের আয় বাড়ানোর জন্য। কিন্তু মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করে। অনেক মালিক বোনাস না দিয়ে ৫০০/১০০০ টাকা বকশিশ দেয়, অনেকে হাফ বোনাস দেয়। অনেক গার্মেন্টসে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশে বৈদেশিক মুদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে। ঈদের আগে শ্রমিকের চলতি বেতন পাওয়া ন্যায্য। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহূর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় ভালো করে কেনাকাটা করতে পারে না। শ্রমিকদের ঈদের কমপক্ষে ১০ দিন আগে অর্থাৎ শ্রমিকের পূর্ণ বোনাস ও চলতি মাসের বেতনসহ সমস্ত বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে। বেতন বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তার জন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।
শেষের পাতা
‘মুক্তিযুদ্ধ যাদুঘরে সংঘটিত অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চাই’
ধর্ষণবিরোধী আন্দোলনের সংগঠকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
৭ দিনের সংবাদ...
বিচারহীনতার অপসংস্কৃতি ও রাষ্ট্রের ব্যর্থতাই আছিয়াদের মৃত্যুর কারণ
হত্যার ৫২ বছরেও বিচার পায়নি গোপালগঞ্জের ৪ মুক্তিযোদ্ধার পরিবার
‘ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর কর’
২০ রমজানের মধ্যে ঈদ বোনাস ও সকল বকেয়া চায় শ্রমিকরা
কমরেড ফিরোজ আহমেদের স্মরণসভা
নারী ও শিশুর ওপর অব্যাহত সহিংসতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না
Login to comment..