খুলনায় ক্ষেতমজুর সমিতির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
খুলনা সংবাদদাতা : ‘চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও, গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ করো, কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই, বাঁচার জন্য রেশন-পেনশন-কাজ-মজুরির ব্যবস্থা করো, সবার জন্য শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিশ্চিত করো, তরমুজ চাষিদের সমস্যা সমাধানসহ ক্ষেতমজুর সমিতির ১০ দফা বাস্তবায়ন দাবি শীর্ষক বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে খুলনা জেলা কমিটির এক বর্ধিত সভা গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনের কার্যালয়ে ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ডা. ফজলুর রহমান। সভায় জাতীয় সম্মেলনের পূর্বে জেলা ও উপজেলা ক্ষেতমজুর সমিতির সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..