রাস্তা নির্মাণে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নওগাঁ সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এই ইউনিয়নের পারকুলিহার গ্রামে রাস্তা নির্মাণে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গত ১ মার্চ বিকেলে সিঙ্গি হাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফয়জুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, সিপিবি মান্দা উপজেলা কমিটির সদস্য সেকেন্দার আলি মণ্ডল, আলম, শাখা সম্পাদক খয়ের আলি প্রমুখ। রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সুনির্দিষ্টভাবে তুলে ধরেন গ্রামবাসী আলম। এসময় ডা. ফজলুর রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের দুর্নীতি ও লুটপাট অব্যাহত আছে; শুধু দুর্নীতি ও লুটপাটে নেতৃত্ব বদল হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..