২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ কর
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গত ৭ মার্চ ২নং রেলগেট এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম বাবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, জেলার নেতা একেএম আনিসুজ্জামান, আমজাদ হোসেন, আলমগীর হোসেন, তাইজুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ২০ রোজার আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল বকেয়া পরিশোধ করতে হবে। এই রোজার মাসেও কোন কোন কারখানায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিচ্ছে। ছাঁটাই-নির্যাতন বন্ধ করতে হবে। আর যদি ২০ রোজার মধ্যে বেতন-বোনাস ও বকেয়া পরিশোধ করা না করা হয় তবে মালিকের বাড়ি ঘেরাও দেওয়া হবে।
সমাবেশ শেষে জেলা কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মণ্টু ঘোষ।
শেষের পাতা
নারী ও শিশুর ওপর অব্যাহত সহিংসতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না
‘ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর কর’
২০ রমজানের মধ্যে ঈদ বোনাস ও সকল বকেয়া চায় শ্রমিকরা
কমরেড ফিরোজ আহমেদের স্মরণসভা
৭ দিনের সংবাদ...
বিচারহীনতার অপসংস্কৃতি ও রাষ্ট্রের ব্যর্থতাই আছিয়াদের মৃত্যুর কারণ
হত্যার ৫২ বছরেও বিচার পায়নি গোপালগঞ্জের ৪ মুক্তিযোদ্ধার পরিবার
‘মুক্তিযুদ্ধ যাদুঘরে সংঘটিত অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চাই’
ধর্ষণবিরোধী আন্দোলনের সংগঠকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
Login to comment..