বগুড়াএকতা প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একতা সংবাদদাতাদের পাঠানো খবর-
শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে কমিউনিস্ট পার্টির উপজেলা কমিটির উদ্যোগে পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় পতাকা এবং পার্টির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা এবং পার্টি পতাকা উত্তোলন করেন সহসাধারণ সম্পাদক কবি আব্দুস সামাদ। বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, স্থানীয়ভাবে ক্ষেতমজুর সমিতির উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সদস্য ওসমান গনি, যুব নেতা গৌতম সাহা প্রমুখ। সভাপতিত্ব করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা প্রমুখ
ঠাকুরগাঁও: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৭তম প্রতিষঠাবার্ষিকীতে লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ হয়।
সিপিবি কার্যালয় থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যলয়ে ফিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, সম্পাদকমণ্ডলীর সদস্য রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অনিল রায়, পৌর সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
পাবনা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পাবনা জেলা কমিটির উদ্যোগে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়া জেলা সাধারণ সম্পাদক সালফি আল ফাত্তা, সম্পাদক মণ্ডলীর সদস্য এস. এম মিজানুর রহমান, জেলা পার্টির সদস্য গুলজার হোসেন, মহেশ্বেতা ঘোষ, আব্দুল হাই, অ্যাডভোকেট আব্দুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন। সভাটি পরিচালনা করেন যুব নেতা আলমগীর মোহাম্মদ।
শরীয়তপুর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শরীয়তপুর জেলা কমিটির
চট্টগ্রাম আয়োজনে ৭৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে সদ্য প্রয়াত সিপিবির সাবেক সভাপতি কমরেড শহিদুল্লা চৌধুরী, গোসাইরহাট শাখার সদস্য কমরেড মতিউর রহমান মিজি, ডামুড্যা শাখার সদস্য কমরেড বিসাই দেওয়ানসহ সকল প্রয়াত কমরেডদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোদাচ্ছের হোসেন বাবুল, মিয়াচাঁন। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল।
চাঁদপুর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা গত ৬ মার্চ বিকেল চারটার দিকে জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিক্ষক
গাইবান্ধা শাখার সদস্য দুলাল গোস্বামী, জেলা উদীচীর সহসাধারণ সম্পাদক জাফর আহম্মেদ, শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরে আলম নূর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য শ্রমিক নেতা চন্দ্র শেখর মজুমদার, জহির উদ্দিন বাবর, জেলা উদীচীর সহসাধারণ সম্পাদক বিনোদ চৌধুরী নরেশ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, ছাত্র ইউনিয়ন নেত্রী আসমা আক্তার।
নারায়ণগঞ্জ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিপিবির উদ্যোগে গত ৬ মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের মিশন পাড়া এলাকায় জেলা সিপিবির সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে এ আলোচনা সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সাবেক সভাপতি রথিন চক্রবর্তী, সম্পাদক মণ্ডলীর সদস্য আ. হাই শরীফ,
খুলনা বিমল কান্তি দাস, শাহানারা বেগম, ইকবাল হোসেন, আব্দুস সালাম বাবুল, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, জাকির হোসেন, মনিরুজ্জামান চন্দন প্রমুখ।
সূত্রাপুর (ঢাকা): বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সূত্রাপুর থানা কমিটির উদ্যোগে লোহারপুলে পার্টির পতাকা উত্তোলন ও লাল পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা জাহিদ হোসেন খান, যুবনেতা আনোয়ার হোসেন, ৪৫-৪৬ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক হামিদুর রহমান ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের সম্পাদক ধনেশ চন্দ্র শীল, শ্রমিক নেতা পরেশ চন্দ্র মজুমদার, সাবেক ছাত্রনেতা দীপক শীল প্রমুখ।
কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার ভিতর দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
মেহেরপুর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৬ মার্চ আলোচনা সভা করেছে সিপিবি মেহেরপুর
পাবনা জেলা শাখা। পার্টির জেলা কার্যালয়ে শহিদুল ইসলামের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম কাননের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান, পাভেল, রাজন, মাইন প্রমুখ।
বগুড়া: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৬ মার্চ আলোচনা সভা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আয়োজনে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ মার্চ সকাল ১১টার দিকে শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদেন উপজেলা কমিটির সদস্য আ. রাজ্জাক, ক্ষিতিশ চন্দ্র
ঠাকুরগাঁও বর্মন, অজিত কুমার রায়, আ. জলিল প্রমুখ।
গাইবান্ধা: লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধায় পালিত হয়েছে। দলটির জেলা কমিটির উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও লাল পতাকা মিছিল। জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মিতা হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ।
পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
খুলনা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় গত ৬ মার্চ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা
সূত্রাপুর, ঢাকা কমিটির সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য
দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদ, খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা সুখেন রায়, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, বীর মুক্তযোদ্ধা নিতাই পাল, তোফাজ্জল হোসেন, অধ্যাপক সঞ্জয় সাহা, অ্যাডভোকেট প্রীতিশ মণ্ডল, মো. হুমায়ুন কবির, গাজী আফজাল হোসেন, এস এম চন্দন, আব্দুল হালিম, মৃৃণাল পাল, মিজানুর রহমান স্বপন, পূর্ণেন্দু বিশ্বাস, অ্যাডভোকেট সন্দীপ রায়, মোস্তাফিজুর রহমান রাসেল, যুবনেতা ধীমান বিশ্বাস, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, আফজাল হোসেন রাজুসহ অন্যরা। সমাবেশে বক্তরা বলেন, এই উপমহাদেশে কমিউনিস্ট পার্টি একশত বছর ধরে লড়াই সংগ্রাম করছে। ১৯৪৮ সালে ৬ মার্চ ভারতের কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।