
একতা বিদেশ ডেস্ক :
অনুষ্ঠানে সমবেত নাগরিকদের ওপর দুরন্ত গতিতে ছুটলো এসইউভি। মিউনিখের পর জার্মানির ম্যানহেমে গাড়ির তলায় পিষে গিয়ে মারা গিয়েছেন অন্তত একজন। আহত অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই।
সংবাদসংস্থা জানাচ্ছে, সদা ব্যস্ত প্যারাডেপ্লাৎজ প্লাজায় ‘রোজ মানডে’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বহু নাগরিক। আচমকাই ছুটে আসে কালো গাড়িটি। পিষে যান বহু মানুষ।এর আগে মিউনিখে এমন ঘটনা দেখা গিয়েছিল। ৩৭ বছরের এক মহিলা এবং তাঁর শিশুকন্যার মৃত্যু হয়েছিল। ৩০ জন আহত হয়েছিলেন। মিউনিখে শ্রমিকদের মিছিলে ঢুকে পড়েছিল গাড়ি। তার আগে ডিসেম্বরে ম্যাগডেবার্গে গাড়ি ছুটিয়ে চালানো নাশকতায় ৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল প্রশাসন।
বলা হয়েছিল, ওই নাশকতায় ২০০ জন আহত হয়েছেন। পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ বলছে যে সন্ত্রাসবাদী ইসলামিক স্টেট জার্মানির কোলন এবং ন্যুরেমবার্গে নাশকতার ডাক দিয়েছিল। তবে তার সঙ্গে ম্যানহেমের ঘটনার যোগ আছে কিনা এখনও স্পষ্ট নয়। সংবাদমাধ্যমে ম্যানহেম বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বহু জনের চিকিৎসার জন্য তৈরি থাকতে বলেছে প্রশাসন। সেভাবেই জরুরি ভিত্তিতে অনেককে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১ জনের মৃত্যুর বাইরে কোনও খবর নিশ্চিত করা হয়নি। আশঙ্কা, বহু মানুষ আহত হয়েছেন এই ঘটনায়।