কিউবার চিকিৎসা নিতে পারবে না অন্য দেশ!

ফতোয়া আমেরিকার

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : এবার কিউবার চিকিৎসা দল অন্য দেশে পাঠানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন। আমেরিকার কুখ্যাত নিষেধাজ্ঞা কেবল কিউবার ওপর নয়, যে যে দেশ চিকিৎসা পরিষেবা নেবে তারাও সমস্যায় পড়বে। রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকে সমাজতান্ত্রিক কিউবার বিপক্ষে পরপর পদক্ষেপ নিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রশাসন কিউবাকে ‘সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে বাদ রাখতে বাধ্য হয়েছিল। বস্তুত দক্ষিণ আমেরিকায় আমেরিকা একঘরে হয়ে পড়তে থাকায় এই সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এবার ট্রাম্প সেই সিদ্ধান্ত উলটে দিয়েছেন। ফের কিউবাকে আনা হয়েছে ওই তালিকায়। চলতি সপ্তাহেই নতুন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিও নিষেধাজ্ঞা জারি করে বলেছেন, ‘‘কিউবা চিকিৎসাকর্মীদের অন্য দেশে যেতে বাধ্য করে। তার বিনিময়ে বিদেশি মুদ্রা আয় করে। যে দেশ এই পরিষেবা নেবে তাকেও সমানভাবে দোষী বলে বিবেচনা করা হবে।’’ সঙ্কটে থাকলেও কিউবার চিকিৎসা কর্মী এবং পরিষেবা সারা বিশ্বে সমাদৃত। বস্তুত ১৯৬৩-তে প্রথম কিউবা চিকিৎসকদল পাঠিয়েছিল আলজেরিয়ায়। ফরাসি ঔপনিবেশিক শাসনকে পরাজিত করে স্বাধীন হয়েছিল আলেজেরিয়া। তারপর থেকে বিশ্বের বিভিন্ন বিপন্ন দেশে ত্রাণ এবং চিকিৎসা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে কিউবা। কোভিড সঙ্কটে যখন আমেরিকা এবং ইউরোপের ধনী দেশগুলি নাজেহাল, তখনও কিউবা অন্য দেশে ত্রাণ পৌঁছে দিয়েছে। এছাড়া চিকিৎসক দলও পাঠিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..