নেতা যখন ‘লাপাত্তা’
একতা প্রতিবেদক :
নিরাপত্তা প্রহরীর খাতায় তার নাম ছিল। সিসি ক্যামেরার ফুটেজেও তাকে স্ত্রী-সন্তানদের সঙ্গে সিঁড়ি দিয়ে উঠতে দেখা গেছে। কিন্তু এক আজব কাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনী তাকে তন্ন তন্ন করে খুঁজেও পায়নি। সবার মনেই প্রশ্ন কোনদিক দিয়ে হাওয়া হয়েছেন তিনি। তিনি আর কেউ নন মোস্তাক আহমেদ বাবু ওরফে ব্যাটারি বাবু নামে পরিচিত এক আওয়ামী লীগ নেতা।
গত ৬ মার্চ রাতে ছাত্র-জনতা খবর পায় যে, ব্যাটারি বাবু শহরের কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে নিজের ফ্ল্যাটে উঠেছেন। এরপর ভবনটি ঘেরাও করে পুলিশ। ঘটনাস্থলে আসে ডিবি পুলিশ, ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং সেনাবাহিনী ও র্যা ব। শুক্রবার ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটি ঘিরে রেখে ভেতরে তল্লাশি অভিযান চালিয়ে তাকে খুঁজে পায়নি।
এদিকে ব্যাটারি বাবুর খোঁজ না পাওয়ায় ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। রাতে ভবনের সামনে এক নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আমরা তাকে ঢুকতে দেখেছি। তারপর কিভাবে তিনি হাওয়া হয়ে গেলেন। তা বুঝতে পারছি না।
এক শিক্ষার্থী জানান, ফ্ল্যাটের সামনে গেলে তার পরিবারের সদস্যরা পাঁচ লাখ টাকা দিতে চেয়েছিলেন, তাকে গ্রেপ্তার না করানোর জন্য। কিন্তু তারা টাকা না নিয়ে পুলিশকে খবর দিয়েছিলেন।
জানা যায়, মোস্তাক আহমেদ বাবু শহরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ব্যাটারি বাবু ২০০৩ সালে ক্রিকেটার জিকো হত্যার মামলার আসামি ছিলেন। তিনি মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটুর ছত্রছায়ায় রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। মোস্তাক আহমেদ বাবু রাজশাহীতে একটি ব্যাটারি দোকান পরিচালনা করেন, নাম ‘সাব্বির আয়রন স্টোর’। এ কারণে তিনি ‘ব্যাটারি বাবু’ হিসেবে পরিচিত।
প্রথম পাতা
সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও ঊধ্বমুখি দাম অনেক পণ্যে
শ্রেণিদৃষ্টিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের চিত্তভূমি
খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান
ধর্ষণ-নিপীড়নকারী ও মব সন্ত্রাসীদের গ্রেপ্তার কর
বাঁওড় ইজারা বাতিল ও জেলেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ
কমরেড লাকী আক্তারের বিরুদ্ধে মব সন্ত্রাস বন্ধের আহ্বান সিপিবির
গণতন্ত্র রক্ষায় বাম-প্রগতিশীলদের ঐক্যের বিকল্প নাই
‘ছায়া’
হামলা-মামলার বিরুদ্ধে ময়মনসিংহে বামজোটের বিক্ষোভ সমাবেশ
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হচ্ছে
নারীর জন্য নিরাপদ রাষ্ট্র ও সমাজ নির্মাণে সংগ্রাম জোরদার করুন
Login to comment..