নারী নিপীড়ক মোস্তফা আসিফকে শাস্তির আওতায় আনার দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসার সময় এক নারী শিক্ষার্থীর পথ অবরোধ করে মোস্তফা আসিফ অর্ণব। সেই শিক্ষার্থীকে ‘বোরকা কেন পরো নি’ ‘ওড়না কেন ঠিক নেই’ ইত্যাদি কুরুচিপূর্ণ মন্তব্য করে মানসিকভাবে হেনস্থা করে। শিক্ষার্থী যখন তার পরিচয় জানতে চায় এবং প্রক্টরকে কল করার কথা বললে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত অর্ণব। অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় অর্ণবকে ধরে প্রক্টর অফিসে আনা হলে তখন সে তার কৃতকর্মের পক্ষে সাফাই গায়। নিপীড়ন এর দায়ে অর্ণবের বিরুদ্ধে ভিক্টিম মামলা করলে শাহবাগ থানা অর্ণবকে আটক করে। ঐদিন রাতেই ‘বৈষম্যবিরোধী কারামুক্তি আন্দোলন’ নামে একটি গ্রুপ শাহবাগ থানায় উগ্রতা প্রদর্শন করে, অভিযুক্তকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একইসঙ্গে ভিক্টিম নারীকে ‘শাহবাগী’ ও ‘প্রস্টিটিউট’সহ নানা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করতে থাকে। এমনকি মামলার এজাহারে থাকা ভিকটিমের মোবাইল ফোন নাম্বার ও ঠিকানা জনসম্মুখে প্রচার করে তার জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। রাতেই বিভিন্ন নাম্বার থেকে তাকে কল করে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হয়। এদিকে শাহবাগ থানায় লক আপে অবস্থানকালে গণমাধ্যমে এই সন্ত্রাসী যে ঘৃণ্যভাবে নিজের অপরাধের পক্ষে কথা বলে যা তার নোংরা-বর্বর মানসিকতারই পরিচায়ক। কিন্তু এরপরেও আমরা অবাক হয়ে দেখলাম গত ৬ মার্চ দুপুরে কোর্ট থেকে জামিনে মুক্তি পায় নারী নিপীড়নে অভিযুক্ত অর্ণব। এবং সেখানে তৌহিদী জনতার নামে একদল মোল্লারা এই নারী নিপীড়ককে ফুলের মালা দিয়ে বরণ করে। শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মৌলবাদী মব সন্ত্রাসীদের ভয়ে ভীত হয়ে শিক্ষার্থীকে তার মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং নিপীড়ক অর্ণবকে চাকরিতে বহাল রাখার আশ্বাস দেয়। এটা গোটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা চরম কলঙ্কজনক ঘটনা হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন গত ৫ মার্চ এক সংবাদ বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, এই প্রথম কোন ইভটিজারকে জয়যুক্ত করতে মৌলবাদী মবের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও ভূমিকা রাখছে। যা বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক ও সকল নারী এবং গণতন্ত্রমনা শিক্ষার্থীদের জন্য হুমকিস্বরূপ। নেতৃবৃন্দ অবিলম্বে এই নারী লাঞ্ছনাকারী সাম্প্রদায়িক সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং উক্ত অভিযুক্তকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।
প্রথম পাতা
সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও ঊধ্বমুখি দাম অনেক পণ্যে
শ্রেণিদৃষ্টিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের চিত্তভূমি
খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান
ধর্ষণ-নিপীড়নকারী ও মব সন্ত্রাসীদের গ্রেপ্তার কর
বাঁওড় ইজারা বাতিল ও জেলেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ
গণতন্ত্র রক্ষায় বাম-প্রগতিশীলদের ঐক্যের বিকল্প নাই
‘ছায়া’
হামলা-মামলার বিরুদ্ধে ময়মনসিংহে বামজোটের বিক্ষোভ সমাবেশ
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হচ্ছে
নারীর জন্য নিরাপদ রাষ্ট্র ও সমাজ নির্মাণে সংগ্রাম জোরদার করুন
কমরেড লাকী আক্তারের বিরুদ্ধে মব সন্ত্রাস বন্ধের আহ্বান সিপিবির

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..